Weather: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Weather: দক্ষিণবঙ্গের ৬ জেলায় একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলা গুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ।
advertisement
1/8

শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র দাবদাহের ফলে রবিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম।
advertisement
2/8
এই জেলা গুলিতে একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলা গুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ। ফলে এই সমস্ত জেলার মানুষদের যে নাজেহাল হতে হবে আগামী কয়েকদিন, তা বলাই বাহুল্য। রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। সকাল থেকেই শুরু হয়েছে তাপপ্রবাহ।
advertisement
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভরই চলবে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। পানাগড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের (সিভিআর হিট ওয়েভ) সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহ।
advertisement
4/8
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। সাত জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি সাত জেলায়। দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
advertisement
5/8
চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
6/8
কলকাতায় সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। দিনভর গরম বাতাস, লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
advertisement
7/8
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/8
যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস