Weather IMD Update: ঝড়বৃষ্টি এখনই শেষ নয়! ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণের এই ৭ জেলায়, আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather IMD Update: দক্ষিণের কয়েকটি জেলায় চলবে লাগাতার বৃষ্টি, ৭ জেলায় রয়েছে কমলা সতর্কতা।
advertisement
1/7

ঝড়বৃষ্টির তাণ্ডবের ছাপ সর্বত্র। রিমলের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণের একাধিক জেলা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে বিভিন্ন জায়গায়।
advertisement
2/7
পুরুলিয়ায় এই মুহূর্তে প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব না চললেও মেঘলা আকাশে ঢেকেছে গোটা জেলা। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে দেখা গিয়েছে কিছু জায়গায়। মোটের উপর আবহাওয়া শুষ্ক রয়েছে পুরুলিয়ায়।
advertisement
3/7
সোমবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জেলায়।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
5/7
ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে জেলায়।
advertisement
6/7
ঝড়বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/7
বৃষ্টির তাণ্ডব যেন কোনওভাবেই কমছে না দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। শহর কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলাতে মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আপাতত আবহাওয়ার এই অবস্থাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (শমিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather IMD Update: ঝড়বৃষ্টি এখনই শেষ নয়! ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণের এই ৭ জেলায়, আবহাওয়ার বড় খবর