Ajker Weather Update: প্যাচপ্যাচে গরমে নাজেহাল, বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে তিন চার দিন।
advertisement
1/5

#কলকাতা: আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে রাজ্যে। তাপমাত্রায় অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি আরও জোরদার হবে৷ আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ি ,নিম্নচাপটি উত্তর-পশ্চিম ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ দিকে অবস্থান করছে। এর মধ্যে একটি অক্ষরেখা দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ Photo- File
advertisement
2/5
কলকাতায় সারাদিনই মেঘ-রোদের খেলা চলবে৷ মূলত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে। ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ তবে ফিল লাইক তাপমাত্রা ফের একবার ৪১ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হবে৷ Photo Courtesy- Accuweather
advertisement
3/5
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিক থেকে৷ বেলা বাড়লে প্রায় ৫২ শতাংশ সম্ভবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির৷ Photo- File
advertisement
4/5
তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়লেই অস্বস্তিও বাড়বে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি বাড়ে ও পরিমাণে কিছুটা বেশি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। Photo- File
advertisement
5/5
উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। তবে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।, উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ajker Weather Update: প্যাচপ্যাচে গরমে নাজেহাল, বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রইল ওয়েদার আপডেট