TRENDING:

বৃষ্টি থেমে গেল ভাবছেন? একেবারেই না! পুজোয় দুঃখ আছে কপালে? রইল আবহাওয়ার আপডেট 

Last Updated:
Weather Update 2025 Durga Puja আকাশে পালাক্রমে দেখা মিলছে রোদ্দুর ও কালো মেঘের। কখনও সূর্যের আলো ঝলমল করছে, আবার মুহূর্তের মধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। জেনে নিন পুজোয় কেমন থাকবে আবহাওয়া!
advertisement
1/8
বৃষ্টি থেমে গেল ভাবছেন? একেবারেই না! পুজোয় দুঃখ আছে কপালে? রইল আবহাওয়ার আপডেট 
মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা। এর প্রভাবে জলীয় বাষ্প বাড়বে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বাড়বে।
advertisement
2/8
রবিবার সকাল থেকেই বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের আকাশে পালাক্রমে দেখা মিলছে রোদ্দুর ও কালো মেঘের। কখনও সূর্যের আলো ঝলমল করছে, আবার মুহূর্তের মধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ।   
advertisement
3/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া জেলায় আগামী ১১ অগাস্ট হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১২ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
advertisement
4/8
পুরুলিয়া জেলার আবহাওয়াও প্রায় একই রকম থাকবে। ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পুরুলিয়াতেও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে।
advertisement
5/8
ঝাড়গ্রাম জেলা, যা জঙ্গলমহল অঞ্চলের অন্তর্গত এবং বর্ষাকালে মনোরম আবহাওয়ার জন্য পরিচিত, সেখানে আগামী সাত দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১১ ও ১২ অগাস্ট ঝাড়গ্রামে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে।
advertisement
6/8
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই তিন জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। তাই বর্ষার এই সময় বাঁকুড়া, পুরুলিয়া বা ঝাড়গ্রাম ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত। ঠান্ডা বাতাস, সবুজ জঙ্গলমহল আর লাল মাটির টান মিলিয়ে এই অঞ্চলগুলিকে ক্লাসিক উইকএন্ড ডেস্টিনেশন হিসেবে উপভোগ করা যাবে।
advertisement
7/8
বর্ষার বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অস্বস্তি বৃদ্ধি করতে পারে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ এবং সোমবার বৃষ্টির পরিমাণ কমবে।
advertisement
8/8
জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বৃষ্টি থেমে গেল ভাবছেন? একেবারেই না! পুজোয় দুঃখ আছে কপালে? রইল আবহাওয়ার আপডেট 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল