Weather Update: আবহাওয়ার ভোলবদল...! মকর সংক্রান্তির আগেই শীতের কামড়, হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা, এল মেগা আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Weather Update: মকর সংক্রান্তির পূর্বে আবারও হাড়কাঁপানো শীত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। জেলা পুরুলিয়াতে শীতের প্রভাব বাড়ছে ধীরে ধীরে। নতুন করে শুরু হচ্ছে শীতের ইনিংস, কেমন থাকছে দক্ষিণের জেলাগুলি!
advertisement
1/6

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : শুরু হয়েছে আবহাওয়ার খামখেয়ালি। কখনও তাপমাত্রা বাড়ছে আবার কখনও হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা পারদ। এ যেন আবহাওয়ার মুড সুইং চলছে। মকর সংক্রান্তির আগেই আবারও নিম্নমুখী হতে চলেছে দক্ষিণের তাপমাত্রা।
advertisement
2/6
দক্ষিণের জেলাগুলিতে বিগত বেশ কিছুদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল। পুনরায় তাপমাত্রার পারদ নামতে দেখা যাচ্ছে। জেলা পুরুলিয়াতেও শীতের আমেজ তীব্র হচ্ছে। ক্রমাগতই তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের এক থেকে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হেরফের হতে দেখা গেছে। আদ্রতা ছিল ৭৮ ডিগ্রি। জেলা জুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
পৌষ সংক্রান্তিতেই ফিরবে শীতের আমেজ। জাঁকিয়ে শীতের দাপট অনুভব করবে দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম , মেদিনীপুর বাঁকুড়া ও নদিয়া জেলাতে কুয়াশার দাপট বেশি থাকতে পারে। সপ্তাহজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
তীব্র শীতে জমছে উত্তরবঙ্গ। উত্তরের পার্বত্য অঞ্চল গুলিতে কোথাও কোথাও তুষারপাত হতেও দেখা যাচ্ছে। অতি ঘন কুয়াশায় উত্তরের পাহাড়চূড়ায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। চলতি সপ্তাহে আবহাওয়া একই রকম থাকবে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
কনকনে শীতের হাত থেকে বেশ খানিকটা রেহাই মিলেছিল। কিন্তু মকর সংক্রান্তির পূর্বে আবারও হাড়কাঁপানো শীত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। জেলা পুরুলিয়াতে শীতের প্রভাব বাড়ছে ধীরে ধীরে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: আবহাওয়ার ভোলবদল...! মকর সংক্রান্তির আগেই শীতের কামড়, হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা, এল মেগা আপডেট