Weather Alert: ভয়ঙ্কর খেল শুরু 'লা নিনা'-র? রেহাই নেই বাংলার...! শৈত্যপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায়, কলকাতায় কী হবে? আবহাওয়ার বিরাট খবর!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Weather Alert: আরও ১ ডিগ্রী কমল বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ইতিমধ্যেই জেলা জুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
1/8

IMD-র পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ লা নিনা হল দক্ষিণী উষ্ণ বায়ু চলাচল চক্রের শীতল পর্যায়, যা এক প্রাকৃতিক গ্লোবাল জলবায়ু প্যাটার্ন যা প্রশান্ত মহাসাগরে বায়ু এবং সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে জড়িত এবং এটি পৃথিবীজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করতে পারে।যার প্রভাব উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পড়বে৷
advertisement
2/8
উইকেন্ডে কোল্ড ওয়েভ। অবাধ উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা পাস করতেই উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপট। জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা স্বাভাবিকের তুলনায় দু থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নিচে থাকবে পারদ।
advertisement
3/8
১৮ই ডিসেম্বর পর্যন্ত জমিয়ে শীত রাজ্যে। সোমবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের থেকে দূর থেকে তিন ডিগ্রি নিচেই থাকবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
4/8
আরও ১ ডিগ্রী কমল বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ইতিমধ্যেই জেলা জুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (তথ্য-দেবব্রত মন্ডল, বিষ্ণুপুর, বাঁকুড়া)
advertisement
5/8
শীত পড়তে সকাল থেকেই মন্দিরে মন্দিরে পর্যটকদের ভিড়। অন্যদিকে শীতের হাত থেকে বাঁচতে আগুনে হাত সেঁকে নিচ্ছেন মানুষজন।
advertisement
6/8
আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকেই সূর্যোদয় হয়েছে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। জেলায় তাপমাত্রা পারদ আরও নিচে নামার সম্ভাবনা।
advertisement
7/8
এদিকে পুরুলিয়াতেও তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে। শৈত্য প্রবাহের সর্তকতা জেলায়। (তথ্য-ইন্দ্র, পুরুলিয়া)
advertisement
8/8
হু হু করে নামছে তাপমাত্রার পারদ । শীতে যবুথবু অবস্থা জেলাবাসীর। শীতের সকালের ছবিটা একই রকম আজও পুরুলিয়ায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Alert: ভয়ঙ্কর খেল শুরু 'লা নিনা'-র? রেহাই নেই বাংলার...! শৈত্যপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায়, কলকাতায় কী হবে? আবহাওয়ার বিরাট খবর!