Watermelon: লাল নয়, বাজার ছেয়েছে হলুদ রঙের তরমুজে! পূর্ব বর্ধমানে বিক্রি হচ্ছে প্রচুর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman: পূর্ব বর্ধমানে মিলছে হলুদ রঙের তরমুজ। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের কাছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের ষ্টেশন বাজারে বিক্রি হতে দেখা গিয়েছে এই তরমুজ।
advertisement
1/6

লাল তরমুজ বিক্রি হতে দেখেছেন অনেকেই। তবে এবার লাল তরমুজের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় বিক্রি হচ্ছে হলুদ তরমুজ। শুনতে বেশ কিছুটা অবাক লাগলেও, এটাই সত্যি।
advertisement
2/6
গ্রীষ্মের মরশুমে বাজারে যে ফলগুলির দেখা মেলে তাদের মধ্যে অন্যতম হল তরমুজ। বিভিন্ন পুষ্টিগুণ এ সমৃদ্ধ এই ফলটির চাহিদাও থাকে বেশ ভালো মতন। গরমের সময় সহজেই বাজারে দেখা যায় লাল রং এর তরমুজ।
advertisement
3/6
কিন্তু এবার পূর্ব বর্ধমানে মিলছে হলুদ রঙের তরমুজ। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের কাছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের ষ্টেশন বাজারে বিক্রি হতে দেখা গিয়েছে এই তরমুজ।
advertisement
4/6
ফল বিক্রেতাদের কাছ থেকে জানা গিয়েছে, এই তরমুজ গুলি ঝাড়খন্ড উত্তরপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে। জয়দেব দাস নামের এক ফল বিক্রেতা বলেন, "আমি ২৪ বছর ব্যবসা করছি। আগে কোনওদিন এরকম তরমুজ দেখিও নি, বিক্রিও করিনি"।
advertisement
5/6
ওই ফল বিক্রেতা আরও জানিয়েছেন,এটা একটা আলাদা প্রজাতির তরমুজ।তবে লাল তরমুজের সঙ্গে এর বিশেষ কোনও ফারাক নেই। দুটো একই।
advertisement
6/6
শুধু রংটা আলাদা। হলুদ তরমুজ কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও জানা গিয়েছে। ক্রেতারাও উৎসাহের সঙ্গে কিনছেন এই তরমুজ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Watermelon: লাল নয়, বাজার ছেয়েছে হলুদ রঙের তরমুজে! পূর্ব বর্ধমানে বিক্রি হচ্ছে প্রচুর