বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, বৃষ্টি কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গ! ছবিতে দেখুন জমা জলে তমলুকের বেনজির দুর্ভোগ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
নিম্নচাপের বৃষ্টিতে জমায় জলে জল যন্ত্রণা শহরের বিভিন্ন এলাকায়। কোথাও হাঁটু সমান জল কোথাও আবার আরও একটু বেশি, তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের জনজীবন ব্যাহত।
advertisement
1/6

দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির প্রভাবে জলমগ্ন একাধিক শহর ও গ্রাম। টানা বৃষ্টির ফলে জল যন্ত্রণা বেড়েছে মানুষের। টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের তমলুক শহর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড।
advertisement
2/6
রাস্তাঘাট তো বটেই, বিভিন্ন এলাকায় বাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির জমা জল। জলযন্ত্রণায় অতিষ্ঠ শহরবাসী। নিম্নচাপের টানা বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা শহরের। তমলুক শহরের ১, ৫, ৮, ১৮, নম্বর ওয়ার্ড সহ অন্যান্য এলাকার নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
3/6
বাসিন্দাদের অভিযোগ, নিম্নচাপের টানা বৃষ্টিতেই প্রতিবার এই সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। বর্ষার জল পুকুর-ড্রেন-পথ সবকিছু মিলিয়ে একাকার হয়ে যায়। ফলে, কোথায় রাস্তা আর কোথায় জলাশয় তা চেনা দায়। এর জেরে বাড়িতে জল ঢোকা তো আছেই, সেই সঙ্গে দুর্ঘটনার ঘটনাও ক্রমবর্ধমান।
advertisement
4/6
২৩ সেপ্টেম্বর ভোর থেকেই নিম্নচাপের টানা বৃষ্টিতে তমলুক শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়েছে। সব থেকে বেহাল অবস্থা তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের দে পাড়ার। বৃষ্টি আরও বাড়লে জল যন্ত্রণা আরও বাড়বে বলে জানাচ্ছেন শহরবাসীরা।
advertisement
5/6
এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, "খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শন করি। দুটি পাম্প বসানো হয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজও শুরু হয়েছে। মূল সমস্যা হল, ড্রেনের ওপর অনেকেই অবৈধভাবে ঘর বানিয়ে বসেছেন, যার ফলে জল বেরোতে পারছে না। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
advertisement
6/6
কোথাও হাঁটু সমান জল কোথাও আবার আরও একটু বেশি, তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের জনজীবন ব্যাহত সকাল থেকে নিম্নচাপের টানা বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস পরপর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। আর তাতে চিন্তা বাড়ছে পৌরবাসী থেকে শুরু করে পৌর প্রশাসনের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, বৃষ্টি কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গ! ছবিতে দেখুন জমা জলে তমলুকের বেনজির দুর্ভোগ