জলের সমস্যায় জেরবার, এবার ময়দানে নামলেন খোদ সচিব! সমস্যা শুনে দিলেন বড় আশ্বাস
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
গ্রামবাসীদের কাছ থেকে উঠে আসা সমস্ত সমস্যার কথা খাতাবন্দি করেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব IAS সুরেন্দ্র গুপ্তা
advertisement
1/6

<strong>পুরুলিয়া, শান্তনু দাসঃ</strong> পুরুলিয়া জেলায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতি বছর গ্রীষ্মকালে তা তীব্র আকার ধারণ করে। এছাড়াও বছরের প্রায় প্রতিটা সময়ই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে দেখা যায় জলের অসুবিধা। এবার এই সমস্যা মেটাতে উদ্যোগী হল রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।
advertisement
2/6
সোমবার পুরুলিয়া দুই নম্বর ব্লকে 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির পরিদর্শনে এসে মূলত গ্রামবাসীদের এমনই আশ্বাস দিতে দেখা গেল রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব IAS সুরেন্দ্র গুপ্তাকে। এদিন তিনি পুরুলিয়া দুই নম্বর ব্লকের হুটমুড়া হাইস্কুলে 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবিরে আসেন। শিবিরে আসা মানুষজনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন । তাঁদের কাছ থেকে পানীয় জলের সমস্যার কথা শোনেন সচিব সুরেন্দ্র গুপ্তা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
এদিনের এই শিবিরে থাকা গ্রামবাসীদের মধ্যে গঙ্গা কুম্ভকার, কার্তিক কর্মকার জানান, পুরুলিয়া দুই নং ব্লকের হুটমুড়া অঞ্চলের জয়নগরে পানীয় জলের সমস্যা এখনও রয়েছে। সেই সমস্যার কথা সচিবকে জানিয়েছি। তিনি সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এলাকার আরও বিভিন্ন জায়গায় এখনও জলের সমস্যা আছে। সেগুলিও সচিবকে জানিয়েছি। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
এদিনের শিবিরে গ্রামবাসীদের কাছ থেকে উঠে আসা সমস্ত সমস্যার কথা খাতাবন্দি করেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব IAS সুরেন্দ্র গুপ্তা। সেগুলি সমাধানের আশ্বাস দেন গ্রামবাসীদের। এদিনের এই শিবিরে মূলত জল সমস্যার কথাই উঠে আসে বলে জানা যায়। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব IAS সুরেন্দ্র গুপ্তার পাশাপাশি এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ, পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অশোক বিশ্বাস, পুরুলিয়া জেলা জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকেরা। এছাড়াও ছিলেন স্থানীয় হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতু মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ রহিম সহ অন্যান্যরা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
এখন দেখার বিষয় সচিবের পরিদর্শনের পর পুরুলিয়ায় জলের সমস্যা কতটা মেটে। পুরুলিয়া দুই নং ব্লক সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের এখন সেদিকেই নজর। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জলের সমস্যায় জেরবার, এবার ময়দানে নামলেন খোদ সচিব! সমস্যা শুনে দিলেন বড় আশ্বাস