TRENDING:

Visva Bharati: ফের বন্ধ হতে চলেছে বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক, কেন? কারণ জানালো কর্তৃপক্ষ

Last Updated:
ফের বন্ধ হতে চলেছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক! এই হেরিটেজ ওয়াকের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর গত আগস্ট মাসে আশ্রম প্রাঙ্গণের দরজা খুলে দেওয়া হয় বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য।
advertisement
1/5
ফের বন্ধ হতে চলেছে বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক, কেন? কারণ জানালো কর্তৃপক্ষ
ফের বন্ধ হতে চলেছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক! এই হেরিটেজ ওয়াকের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর গত আগস্ট মাসে আশ্রম প্রাঙ্গণের দরজা খুলে দেওয়া হয় বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য। প্রত্যেক রবিবার নির্ধারিত টিকিট কেটে হেরিটেজ সাইড ওয়াকে অংশগ্রহণ করতে পারছেন পর্যটকেরা। তবে সেই ওয়াক ফের বন্ধ হতে চলেছে?ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে, দুর্গা পুজোর দিনগুলিতে বন্ধ রাখা হবে এই হেরিটেজ ওয়াক। মঙ্গলবার বিশ্বভারতীর হেরিটেজ সেলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
প্রসঙ্গত প্রত্যেক দিনের পাশাপাশি দুর্গাপুজোর ছুটির দিনগুলিতে বোলপুর শান্তিনিকেতনে দেশ ছাড়িয়ে বিদেশের হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। আর সেই সময় হেরিটেজ ওয়ার্ক চালু থাকবে কিনা এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। এরপরেই বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মধ্যে বৈঠকে বসে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
তবে শুধুমাত্র দুর্গাপুজো নয় এর পাশাপাশি আনন্দমেলা ও আরেকটি বাজারের দিন হেরিটেজ ওয়াক বন্ধ থাকবে। এর পাশাপাশি বৈঠকে আলোচনা হয় নভেম্বর মাসের দিকে হেরিটেজ ওয়াক আরও কিছুদিন বাড়ানো যায় না যায় কিনা সেটাও পরিকল্পনা নেওয়া হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বলেন, "পর্যটকেরা চাইছেন আরও কিছুদিন বাড়ানো হোক এই হেরিটেজ ওয়াক, পর্যটকদের কথা চিন্তা করেই আমরা এই হেরিটেজ ওয়াক বাড়ানোর পরিকল্পনা করছি। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিশ্বভারতীর কর্তৃপক্ষের তরফ থেকে।"ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Visva Bharati: ফের বন্ধ হতে চলেছে বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক, কেন? কারণ জানালো কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল