TRENDING:

Purba Bardhaman News: নামমাত্র খরচে কলকাতার কাছেই উপভোগ করুন চিড়িয়াখানা, সবাই একসঙ্গে কাটান একটা দিন

Last Updated:
আলিপুর নয়, কলকাতার কাছে রয়েছে আরও এক চিড়িয়াখানা।কম খরচেই ঘুরে আসতে পারেন এই চিড়িয়াখানা থেকে।
advertisement
1/5
নামমাত্র খরচে কলকাতার কাছেই উপভোগ করুন চিড়িয়াখানা, সবাই একসঙ্গে কাটান একটা দিন
কলকাতা চিড়িয়াখানার (Alipur Zoo) বাইরে নতুন চিড়িয়াখানার স্বাদ নিতে চাইছেন। তাহলে একটা দিন ঘুরে আসুন বর্ধমানের চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় গেলে মুগ্ধ হবে মন।
advertisement
2/5
বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগেই রয়েছে একটি জুওলজিক্যাল গার্ডেন। আলিপুরের মত ততটা বড় না হলেও নতুন ধরনের স্বাদ দিতে পারবে আপনাকে। অল্প পরিসরের মধ্যে তৈরি হয়েছে এই জুওলজিক্যাল পার্ক।
advertisement
3/5
হাতে গোনা কয়েকটা প্রাণী রয়েছে এখানে। এখানে আসলেই আপনি দেখতে পাবেন হরিণ, বাঘ, কুমির, কয়েকটি জাতের পাখি রয়েছে এখানে। পশুপাখি কম দেখতে পেল মন খারাপ করবেন না। নির্জন পরিবেশ আশেপাশে থেকে ভেসে আসা পাখিদের ডাক আপনাকে এক অন্যরকম আনন্দ দেবে তা নিশ্চিত।
advertisement
4/5
কীভাবে যাবেন? হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুুতে হবে বর্ধমান (Bardhaman) স্টেশনে। ষ্টেশন থেকে বেরিয়েই সামনে দেখবেন সারি সারি টোটো। যেকোনও একটি টোটো ধরে চলে আসুন গোলাপবাগে। নামলে দেখতে পাবেন প্রবেশদ্বার।সেখান থেকে একটু এগিয়ে গেলেই আপনার বাঁদিকে দেখতে পাবেন বর্ধমান বনবিভাগের অফিস।
advertisement
5/5
একটু এগিয়েই আপনি দেখতে পাবেন বোর্ডে বড় করে লেখা বর্ধমান জুওলজিক্যাল পার্ক। তারাপর সোজা এগিয়ে ডান দিকে চলে যান এবং আপনি টিকিট কেটে প্রবেশ করুন পার্কের ভিতরে। আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: নামমাত্র খরচে কলকাতার কাছেই উপভোগ করুন চিড়িয়াখানা, সবাই একসঙ্গে কাটান একটা দিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল