TRENDING:

Jhargram News : ঝাড়গ্রাম বেড়াতে এসে মধ্যাহ্নভোজন করুন ঝাড়গ্রাম রাজবাড়িতে, রয়েছে রাজকীয় থালি

Last Updated:
এই শীতের মরশুমে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে এসে ঝাড়গ্রাম রাজবাড়ীতে মধ্যাহ্নভোজন করার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য রয়েছে রাজকীয় থালির ব্যবস্থা।
advertisement
1/6
পর্যটকদের জন্য ঝাড়গ্রাম রাজবাড়িতে মধ্যাহ্নভোজনের জন্য রয়েছে রাজকীয় থালি
বেড়াতে এসে দুপুরের মধ্যাহ্নভোজন করতে চাইছেন রাজ বাড়িতে। বিশেষ অতিথি আপ্যায়নের সঙ্গে মধ্যাহ্নভোজনের পাশাপাশি পেয়ে যাবেন রাজকীয় খাবারের সুখ। রাজবাড়ির সুস্বাদু ১০ থেকে ১৫ রকমের পদের রান্না নিয়ে আপনার কাছে হাজির হবে রাজবাড়ির রাধুনিরা। বড় কাঁসার থালায় সাজানো থাকবে হরেক রকমের মুখরোচক রান্না। দেখে চোখের খিদের পাশাপাশি মিটবে আপনার পেটেরও খিদে।
advertisement
2/6
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। সবুজ শাল জঙ্গলের টানে সারা বছরেই পর্যটকের রয়েছে আনাগোনা। তাই পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম রাজবাড়িতে শুরু করা হয়েছে রাজকীয় থালি। ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরেই রাজ প্যালেস নামের অতিথিশালা রয়েছে। সেই অতিথিশালাতেই পাওয়া যাবে এই রাজকীয় থালির খাবার।
advertisement
3/6
রাজকীয় থালিতে থাকছে লম্বা চালের সাদা ভাত , ঘী, বেগুন সহ ৩ রকমের ভাজা , লেবু , স্যালাড , সুক্ত , ডাল , একটি সবজি , মাছ , দেশি মুরগির মাংস , পাপড়, দই , মিষ্টি । এই সমস্ত খাবারগুলি বড় কাঁসার থালায় পরিবেশনের করার পাশাপাশি জলও দেওয়া হয় কাঁসার গ্লাসে। কেননা আগেকার দিনে রাজা মহারাজ যে সমস্ত থালাবাসন ব্যবহার করত তারই ছোঁয়া রয়েছে এই রাজকীয় থালিতে।
advertisement
4/6
ঝাড়গ্রাম প্যালেসের ম্যানেজার রিমলি নন্দী ব্যানার্জি বলেন,"রাজকীয় থালির খুবই চাহিদা রয়েছে। যে সমস্ত পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসছেন এবং তারা রাজবাড়ির অতিথিশালায় রাত্রি যাপন করছেন তারা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজনে রাজকীয় থালি খাবার খেতে বেশি পছন্দ করে। এছাড়াও যারা একদিনের জন্য ঝাড়গ্রাম বেড়াতে আসছেন তারাও কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে এই রাজকীয় থালির খাবার খেয়ে যাচ্ছেন"।
advertisement
5/6
ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন,"আগেকার দিনে রাজা-মহারাজারা কি ধরনের খাবার খেতেন এবং তা কিভাবে পরিবেশন করা হতো এই সমস্ত বিষয় পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই ঝাড়গ্রাম রাজবাড়ির পক্ষ থেকে রাজকীয় থালি শুরু করা হয়েছিল।বর্তমানে পর্যটকদের কাছে এই থালির খুব চাহিদা রয়েছে"।
advertisement
6/6
এই শীতের মরশুমে এবং বর্ষবরণের সময় ঝাড়গ্রাম বেড়াতে আসার কথা ভাবছেন তাদের অবশ্যই চলে আসতে হবে ঝাড়গ্রাম রাজবাড়ি। তাহলে পেয়ে যাবেন দুপুরের মধ্যাহ্নভোজনে এই রাজকীয় থালির খাবার। কেবলমাত্র রাজকীয় থালি নয় তার পাশাপাশি রয়েছে বাঙালি থালি এবং জঙ্গলমহল থালির খাবারও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram News : ঝাড়গ্রাম বেড়াতে এসে মধ্যাহ্নভোজন করুন ঝাড়গ্রাম রাজবাড়িতে, রয়েছে রাজকীয় থালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল