Vishwakarma Puja 2025: ব্যবসায় তড়তড়িতে উন্নতি হবে বিশ্বকর্মার পুজো করলে! কিন্তু ত্বষ্টার আরাধনার আগেই লোকসানে ব্যবসায়ীরা, কেন জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Vishwakarma Puja 2025: পুজো মানেই সারা বছরের রুজিরুটি জোগাড়। গণেশ, বিশ্বকর্মা, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী প্রতিমা গড়ে পুজোর সময় তা বিক্রি করে চলে সংসার কিন্তু তাতেই এবছর বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।
advertisement
1/5

<strong>পূর্ব বর্ধমান, সায়নী সরকার:</strong> পুজো মানেই সারা বছরের রুজিরুটি জোগাড়। গণেশ, বিশ্বকর্মা, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী-সহ বিভিন্ন প্রতিমা গড়ে পুজোর সময় তা বিক্রি করে চলে সংসার কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। দুশ্চিন্তায় ঘুম উড়েছে ব্যবসায়ীদের।
advertisement
2/5
অনেক মৃৎশিল্পী আছেন যারা দুর্গা প্রতিমা বা থিমের পুজোর জন্য বড় প্রতিমা তৈরি করেন না। তারা শুধুমাত্র ঘরোয়া পুজো বা ক্লাবের ছোট পুজোর জন্য আকারে ছোট গণেশ, বিশ্বকর্মা, লক্ষ্মী, কার্তিক ইত্যাদি প্রতিমা তৈরি করেন এবং পুজোর সময় তা বিক্রি করে চলে সংসার। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
3/5
আবার অনেকেই আছেন যারা প্রতিমা তৈরি করেন না প্রতিমা কিনে এনে বিক্রি করেন পুজোর সময়। এরকম অনেক ব্যবসায়ী ও শিল্পী বিভিন্ন পুজোর দু-একদিন আগে পসরা সাজিয়ে বসেন বর্ধমানের কার্জন গেট চত্বরে লক্ষী লাভের আশায়। কিন্তু বিশ্বকর্মা পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
4/5
হাতে মাত্র আর একটা দিন কিন্তু সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানে বিস্তীর্ণ প্রান্তে। ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসলেও বৃষ্টির জেরে নেই ক্রেতা। অন্যান্য বছর যে সময় ভিড় সামলাতে হিমশিম খান বিক্রেতারা এবছর সেই সময় ক্রেতা প্রায় নেই বললেই চলে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ তাই দুশ্চিন্তায় বিক্রেতারা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
5/5
বিক্রেতা গৌতম পাল জানান, তিনি ছোট ছোট প্রতিমা তৈরি করেন এবং সেই প্রতিভা বিক্রি করেই চলে সংসার। প্রতিবছর পুজোর এক দুদিন আগে তা বিক্রির জন্য নিয়ে আসেন কার্জন গেট চত্বরে। কিন্তু এবছর বৃষ্টির জেরে ক্রেতা প্রায় নেই বললেই চলে। আবার অনেকেই আছেন যারা প্রতিমা কিনে এনেও বিক্রি করেন কিন্তু এ বছর কি হবে জানিনা। বৃষ্টি কমলে ক্রেতার আশায় ব্যবসায়ীরা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vishwakarma Puja 2025: ব্যবসায় তড়তড়িতে উন্নতি হবে বিশ্বকর্মার পুজো করলে! কিন্তু ত্বষ্টার আরাধনার আগেই লোকসানে ব্যবসায়ীরা, কেন জানেন?