TRENDING:

দুর্গাপুজোর আগে জমে উঠেছে বিশ্বকর্মা পুজোর বাজার! উপচে পড়ছে ক্রেতাদের ভিড়, শিল্পাঞ্চলের ছবি দেখুন

Last Updated:
Vishwakarma Puja 2025: দুর্গাপুরে ১৯৫৫ সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কারখানা প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বকর্মা পুজো পালিত হয়ে আসছে। ডিএসপি কারখানা গড়তেই দুর্গাপুর জুড়ে একের পর এক সরকারি ও বেসরকারি কারখানা গড়ে উঠতে থাকে। সেই সঙ্গেই শিল্পের দেবতার আরাধনাও বাড়তে থাকে
advertisement
1/6
দুর্গাপুজোর আগে জমে উঠেছে বিশ্বকর্মা পুজোর বাজার! উপচে পড়ছে ক্রেতাদের ভিড়, ছবিতে দেখুন
<strong>পশ্চিম বর্ধমান, দীপিকা সরকারঃ</strong> কারিগর দেবতা বিশ্বকর্মার আরাধনা মানেই রাজ্যের মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলের নাম প্রথমে আসে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোর বাজার জমে ওঠে।
advertisement
2/6
প্রতিটি বাজারের রাস্তার দু'পাশে সারি দিয়ে সাজানো রয়েছে হাজার হাজার বিশ্বকর্মার মূর্তি। ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামে বিকোচ্ছে ছোট-বড় সেইসব মূর্তি। পাশাপাশি পুজোর নানা উপকরণ কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
advertisement
3/6
দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলে জাঁকজমকপূর্ণ ও আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালিত হয়। এই সময় দুর্গাপুর বাজার, বেনাচিতি বাজার, মামড়াবাজার, মায়াবাজার, চণ্ডীদাস সহ আশীষ মার্কেটে বাজার করতে ভিড় করেন বহু মানুষ। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
advertisement
4/6
কলা গাছ, আম পল্লব, বেলপাতা, তুলসীপাতা ও দূর্বা ঘাস সহ ফুল বিক্রেতাদেরও ভাল আয় হয় এই সময়। প্রতিটি ফলের ও দশকর্মার দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবজি বাজার থেকে মুদি দোকানে গ্রাহক সামাল দিতে হিমশিম খান ব্যবসায়ীরা। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
advertisement
5/6
দুর্গাপুরে ১৯৫৫ সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কারখানা প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বকর্মা পুজো পালিত হয়ে আসছে। ডিএসপি কারখানা গড়তেই দুর্গাপুর জুড়ে একের পর এক সরকারি ও বেসরকারি কারখানা গড়ে উঠতে থাকে। সেই সঙ্গেই শিল্পের দেবতার আরাধনাও বাড়তে থাকে। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
advertisement
6/6
দুর্গাপুরের এক প্রতিমা বিক্রেতা স্বপন সাহা জানান, বুধবার বিশ্বকর্মা পুজো ও মনসা পুজো রয়েছে। এই দু'টি পুজোর জন্য তিন দিন আগে থেকেই বাজারে ভিড় শুরু হয়েছে। পুজোর সময় যত এগিয়ে আসবে ততই বাজারে ভিড় বাড়বে। এই শিল্প শহরে সারারাত বাজার খোলা থাকে। রাতেও ক্রেতারা কেনাকাটা করেন। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোর আগে জমে উঠেছে বিশ্বকর্মা পুজোর বাজার! উপচে পড়ছে ক্রেতাদের ভিড়, শিল্পাঞ্চলের ছবি দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল