TRENDING:

Viral Fish: বঁড়শিতে উঠল দৈত্যাকার ভেটকি! দাম শুনলে মাথা ঘুরে যাবে! বিরাট শোরগোল

Last Updated:
Viral Fish: এ যেন লটারি মিলল মাঝিদের! সকাল সকাল দৈত্যাকার মাছ ধরা পড়ল! দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকের! জানুন
advertisement
1/6
বঁড়শিতে উঠল দৈত্যাকার ভেটকি! দাম শুনলে মাথা ঘুরে যাবে! বিরাট শোরগোল
বঁড়শিতে আটকালো দৈত্যাকার ভেটকি! বিশাল আকারের ভেটকি বিক্রি হল চড়া দামে। এ যেন রাতারাতি লটারি মিলল মাঝির। অন্যান্য দিনের মতোই নৌকা নিয়ে তিন বন্ধু মাছ শিকারে বেরিয়েছিল। কিন্তু কে জানত, এই দিন জীবনের হয়ত সবথেকে বড় মাছটা তাদের বঁড়শিতে আটকাবে।
advertisement
2/6
ভাল মাছ হবে আশা-তো প্রায় প্রতিদিনই থাকে। তবে এত বিশাল মাছ উঠবে তা কল্পনাও করতে পারেনি মাছ শিকারি পরিমল, সমীর ও বিবেক। জানা যায়, অন্যান্য দিনের মতই ভাগীরথী নদীতে দন বা বঁড়শি ফেলেছিল তারা। তখন গভীর রাত সেই সময়ই বঁড়শিতে আটকায় দৈত্য আকার ভেটকি মাছটি।
advertisement
3/6
জল থেকে নৌকাতে তুলতেই চক্ষু চরকগাছ। নিজেদের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না। বিশাল আকার এই মাছ নৌকায় তুলতে বেগ পেতে হয়েছিল বটে। তবে ভীষণ খুশি, কারণ এত বড় মাছ আগে কখনও বঁড়শিতে ওঠেনি।
advertisement
4/6
তড়িঘড়ি নৌকা নিয়ে ডাঙায় ফেরে পরিমল, সমীর ও বিবেক। ভোরে মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দেয় তারা। নদী পাড় থেকে প্রায় ১০ কিলোমিটার মাছের আড়ৎ । ভোর ৪.৩০ নাগাদ মাছ নিয়ে বাজারে এসে পৌঁছয়। মাছের গায়ে জড়ানো প্যাকেট খুলতেই রীতিমতো দৈত্য ভেটকি দেখতে ভিড় জমে যায় বাজারে। রীতিমতো এই মাছ দেখতে হুমড়ি খেয়ে পড়ে বাজারের ক্রেতা বিক্রেতা।
advertisement
5/6
জানা যায়, মাছটির ওজন প্রায় ২০ কেজি, এত্ত বিশাল ভেটকি মাছ আগে কখনও শ্যামপুরের সন্ধ্যাময়ী মৎস্য আড়তে আসেনি বলেই জানা যায় , বিশাল আকৃতির এই মাছ কিনতে রীতিমত বেশ কিছু ক্রেতা হুমড়ি খেয়ে পড়েন। মাছ কেনার ইচ্ছা থাকলেও দামের জেরে নাগাল পায়নি অনেক ব্যবসায়ী।
advertisement
6/6
নিলামে এই মাছ প্রায় ১৩০০০ টাকায় বিক্রি হয়। ৬৬০ টাকা প্রতি কেজি দরে পাইকারি বিক্রি হয়। মাছটি কেনেন শ্যামপুর সন্ধ্যাময়ী মৎস্য আড়ৎ এর মাছ ব্যবসায়ী রাজু। এই প্রথম এতো বিশাল আকার ভেটকি মাছ বঁড়শিতে পড়ায় নৌকায় মালিকরা ভীষণ আনন্দিত। (তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Viral Fish: বঁড়শিতে উঠল দৈত্যাকার ভেটকি! দাম শুনলে মাথা ঘুরে যাবে! বিরাট শোরগোল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল