Very Heavy Rainfall: ৪০ কিমি গতিতে ঝোড়ো দমকা হাওয়া, সঙ্গে ঝেঁপে প্রবল বৃষ্টি, জেলায়-জেলায় তুলকালাম, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Very Heavy Rainfall: ঘূর্ণাবর্তের সঙ্গে দোসর হয়েছে অক্ষরেখা, বৃষ্টি চলবে জেলায় জেলায়, জানুন ওয়েদার আপডেট, Very Heavy Rainfall: ৪০ কিমি গতিতে ঝোড়ো দমকা হাওয়া, সঙ্গে ঝেঁপে প্রবল বৃষ্টি, জেলায়-জেলায় তুলকালাম, রইল ওয়েদার আপডেট
advertisement
1/8

দিঘা: সকাল থেকেই আকাশ কাল মেঘে ঢাকা। সাত সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। উপকূল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ জুলাই বুধবার সকাল থেকেই অঝোরে ঝরছে বৃষ্টি। ক্রমশ বৃষ্টির ব্যাপকতা বাড়ছে। Photo- Representative (Meta AI)
advertisement
2/8
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, বাংলাদেশ থেকে সরে এসে ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দু'য়ের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা!
advertisement
3/8
আলিপুর হাওয়া অফিসের বুলেটিনে জানা যায় বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/8
সেই সঙ্গে জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ো হাওয়া বইবে। জোয়ারের সময় উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
5/8
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পার্বত্য অঞ্চলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সমতলের মালদহতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
advertisement
6/8
হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
7/8
৩০ জুলাই বুধবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জেলার দিঘা, কাঁথি, তমলুক, হলদিয়া ও এগরা কোথাও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা যায় দিঘা অফিসে রিপোর্টে। বৃষ্টির কারণে তাপমাত্রা পারদ নিম্নমুখী।
advertisement
8/8
দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। জেলা জুড়ে এদিন ভারী বৃষ্টিসহ ঝড়ের হলুদ সর্তকতা। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Very Heavy Rainfall: ৪০ কিমি গতিতে ঝোড়ো দমকা হাওয়া, সঙ্গে ঝেঁপে প্রবল বৃষ্টি, জেলায়-জেলায় তুলকালাম, রইল ওয়েদার আপডেট