Vegetable Price Hike: অতি বৃষ্টিতে ভাসছে মাঠ-জমি, শাক-সবজি, ফলের আগুন দাম! আলু-পটল-ঝিঙে কততে মিলবে রবিবারের বাজারে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Vegetable Price Hike: বাজারে সবজির দাম অগ্নিমূল্য, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। শনিবার সবজির দাম ছিল অগ্নিমূল্য। ৪০-৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। অতিরিক্ত বৃষ্টির কারণেই সবজির এমন মূল্যবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
1/6

*একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে বহু চাষের জমি। জলে ডুবেছে চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফসল। চাহিদার তুলনায় যোগান কমছে সবজির। তাই বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে সবজির মূল্য।
advertisement
2/6
*দুর্গাপুরের বাজারগুলিতে শনিবার সবজির দাম ছিল অগ্নিমূল্য। ৪০-৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। অতিরিক্ত বৃষ্টির কারণেই সবজির এমন মূল্যবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
3/6
*দুর্গাপুরের বাজারগুলিতে কেজি প্রতি সবজির বাজার দর বেড়েছে। বেগুন ৫০-৭০ টাকা কেজি, ঝিঙে ৪০-৬০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, করলা, গাজর, কিন্দুরি ৪০-৫০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, মুলো ৫০ টাকা, বাঁধাকপি, পেঁপে ৪০-৫০, টম্যাটো ৬০-৮০ টাকা, আদা কাঁচা, লঙ্কা প্রায় ১৫০ টাকা।
advertisement
4/6
*বাজারে ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বাজারে সবজি আসে বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম জেলা থেকে। অতিরিক্ত বৃষ্টিপাতের সেইসব এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে চাহিদার তুলনায় সবজির জোগান কম।
advertisement
5/6
*বাজারে আসা এক ক্রেতা দেবব্রত সাহা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বৃষ্টির পরিমাণ অনেক বেশি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। উপায় নেই তাই অল্প করে হলেও কিনতে হচ্ছে।
advertisement
6/6
*দুর্গাপুরের বেনাচিটি বাজারের একজন সবজির আড়ৎদার মনোজ কুমার সাউ জানান, গত এক মাস ধরে বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে আছে। প্রতি সবজি পিছু ২০-৩০ টাকা করে দাম বেশি আছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vegetable Price Hike: অতি বৃষ্টিতে ভাসছে মাঠ-জমি, শাক-সবজি, ফলের আগুন দাম! আলু-পটল-ঝিঙে কততে মিলবে রবিবারের বাজারে? জানুন