TRENDING:

Vegetable Price Hike: অতি বৃষ্টিতে ভাসছে মাঠ-জমি, শাক-সবজি, ফলের আগুন দাম! আলু-পটল-ঝিঙে কততে মিলবে রবিবারের বাজারে? জানুন

Last Updated:
Vegetable Price Hike: বাজারে সবজির দাম অগ্নিমূল্য, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। শনিবার সবজির দাম ছিল অগ্নিমূল্য। ৪০-৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। অতিরিক্ত বৃষ্টির কারণেই সবজির এমন মূল্যবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
1/6
অতি বৃষ্টিতে ভাসছে মাঠ-জমি, শাক-সবজির আগুন দাম! আলু-পটল-ঝিঙে কততে মিলবে রবিবারের বাজারে?
*একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে বহু চাষের জমি। জলে ডুবেছে চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফসল। চাহিদার তুলনায় যোগান কমছে সবজির। তাই বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে সবজির মূল্য।
advertisement
2/6
*দুর্গাপুরের বাজারগুলিতে শনিবার সবজির দাম ছিল অগ্নিমূল্য। ৪০-৫০ টাকার নীচে কোনও সবজি নেই বাজারে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। অতিরিক্ত বৃষ্টির কারণেই সবজির এমন মূল্যবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
3/6
*দুর্গাপুরের বাজারগুলিতে কেজি প্রতি সবজির বাজার দর বেড়েছে। বেগুন ৫০-৭০ টাকা কেজি, ঝিঙে ৪০-৬০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, করলা, গাজর, কিন্দুরি ৪০-৫০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, মুলো ৫০ টাকা, বাঁধাকপি, পেঁপে ৪০-৫০, টম্যাটো ৬০-৮০ টাকা, আদা কাঁচা, লঙ্কা প্রায় ১৫০ টাকা।
advertisement
4/6
*বাজারে ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বাজারে সবজি আসে বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম জেলা থেকে। অতিরিক্ত বৃষ্টিপাতের সেইসব এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে চাহিদার তুলনায় সবজির জোগান কম।
advertisement
5/6
*বাজারে আসা এক ক্রেতা দেবব্রত সাহা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বৃষ্টির পরিমাণ অনেক বেশি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। উপায় নেই তাই অল্প করে হলেও কিনতে হচ্ছে।
advertisement
6/6
*দুর্গাপুরের বেনাচিটি বাজারের একজন সবজির আড়ৎদার মনোজ কুমার সাউ জানান, গত এক মাস ধরে বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে আছে। প্রতি সবজি পিছু ২০-৩০ টাকা করে দাম বেশি আছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vegetable Price Hike: অতি বৃষ্টিতে ভাসছে মাঠ-জমি, শাক-সবজি, ফলের আগুন দাম! আলু-পটল-ঝিঙে কততে মিলবে রবিবারের বাজারে? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল