TRENDING:

Valentine's Day : রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, বাগানের গোলাপ ডালায় সাজিয়ে বাড়তি লাভের আশায় ফুলচাষিরা

Last Updated:
Valentine's Day : শীতকালীন ফুল চাষের মধ্যে ফুলের রানি গোলাপ যেন ভালবাসার কথাই মনে করায়। ভালবাসার পাত্র পাত্রীরা একে অপরের হাতে গোলাপ তুলে দিয়ে আনন্দ বিনিময়ে মেতে ওঠেন
advertisement
1/7
রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, বাগানের গোলাপ ডালায় সাজিয়ে লাভের আশায় ফুলচাষিরা
ভালবাসার প্রতীক এই গোলাপ ফুল। আর সেই গোলাপ ফুল যাঁরা চাষ করেন, পাঁশকুড়া, কোলাঘাট এবং দেউলিয়া-সহ স্থানীয় অঞ্চলের গোলাপ চাষিরা ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনটিকে সামনে রেখে অন্যান্য সময়ের তুলনায় একটু বাড়তি লাভের আশায় আছেন। ( প্রতিবেদন - সুজিত ভৌমিক ও সর্বানন্দ মিশ্র)
advertisement
2/7
শীতকালীন ফুল চাষের মধ্যে ফুলের রানি গোলাপ যেন ভালবাসার কথাই মনে করায়। ভালবাসার পাত্র পাত্রীরা একে অপরের হাতে গোলাপ তুলে দিয়ে আনন্দ বিনিময়ে মেতে ওঠেন।
advertisement
3/7
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও পাঁশকুড়ার নস্করদিঘী, মাইশোরা, পারলঙ্কা-সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা নানা প্রজাতির গোলাপ চাষ হয়। মিনিপল প্রজাতির গোলাপ বেশি প্রচলিত।
advertisement
4/7
তাছাড়া গোল্ডেন, ইতালি-সহ বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল চাষ করেন চাষিরা। অন্যান্য দিনের তুলনায় এই ভ্যালেন্টাইন্স ডে এর সময় অতিরিক্ত দাম পান গোলাপ চাষিরা।
advertisement
5/7
সেই সময় চাষিদের মুখে খুশির হাসি দেখা যায়। কারণ অন্যান্য দিনে বিক্রি করে যে দাম পান তাঁরা, তার থেকে এই সময়ে বেশি দামে বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা। সারা বছর গোলাপ ২ থেকে ৩ টাকা প্রতি পিস বিক্রি করলেও ভ্যালেন্টাইন্স ডে'র সময় ৭ থেকে ৮ টাকা পর্যন্ত প্রতি পিস গোলাপ বিক্রি করে লাভের মুখ দেখতে পান চাষিরা।
advertisement
6/7
সে কারণেই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ দিনটি এলে তাঁরা আগে গোলাপ বাগান থেকে ফুল কেটে কোলাঘাট, হাওড়া, দেউলিয়া-সহ স্থানীয় ফুল বাজারে চাষিরা ভালো দামেই বিক্রি করেন তাঁরা।
advertisement
7/7
গত দুই বছর করোনা মহামারিতে লকডাউনের সময় গোলাপ বিক্রি করতে পারেননি চাষিরা, তবে করোনামুক্ত বর্তমান সময়ে শীত কাটিয়ে বসন্তের শুরুতে কিছুটা গরম পড়তেই বাগানে গোলাপের ফলনও ভাল মতো হয়, তাঁর ওপর ওই দিনটিকে সামনে রেখে বিক্রি হয় ভাল দামে। তাই বাড়তি লাভের আশায় বুক বাঁধছেন গোলাপ চাষিরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Valentine's Day : রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, বাগানের গোলাপ ডালায় সাজিয়ে বাড়তি লাভের আশায় ফুলচাষিরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল