SIR: এসআইআর-এর ভয়! নাকি প্রতিবাদ! সাতসকালে গাছে উঠে পড়লেন মহিলা, হিমশিম খেল পুলিশ, দমকল! উত্তরপাড়ায় হইচই
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
SIR : বট গাছে মহিলা উঠে গেলেন সটান! শীতের সকালে হইচই কাণ্ড উত্তরপাড়ায়। আর এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপাড়া পৌর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
1/6

হুগলি: বট গাছে মহিলা উঠে গেলেন সটান! শীতের সকালে হইচই কাণ্ড উত্তরপাড়ায়। আর এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপাড়া পৌর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
2/6
বৃহস্পতিবার ভোর রাত থেকে উত্তরপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে কলোনী এলাকায় বট গাছে মহিলা বসে আছেন বলেই জানা গিয়েছে।
advertisement
3/6
স্থানীয় পৌর নাগরিকরা জানিয়েছেন, উত্তরপাড়ায় যেভাবে দিনের আলোয় গাছ কাটা পড়ছে সেই প্রতিবাদে এই মহিলা সটান গাছে উঠে পড়েছেন । আর কেউ আবার বলছেন SIR ফর্ম ফিলাপ হয়নি সেই আতঙ্কে।
advertisement
4/6
যদিও হেমন্ত দাস নামে এক ব্যক্তি জানিয়েছেন, ওই মহিলারা মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই তিনি গাছে উঠে পড়েন। অনেক চেষ্টা করেও গাছ থেকে নামানো সম্ভব হচ্ছিল না তাঁকে। হিমশিম খায় পুলিশ, দমকল।
advertisement
5/6
এই ঘটনার পর ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মহিলাকে নামানোর চেষ্টা করা হলেও তাতে সফল হয়নি খোদ পুলিশ কর্মীরা। যদিও পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই ঘটনার পর উৎসাহিত মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে ।
advertisement
6/6
পুলিশ জানিয়েছে, আমরা মহিলাকে নামানোর চেষ্টা করছি। দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে ওই মহিলা গাছে উঠে আছেন তা তদন্ত করে দেখা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
SIR: এসআইআর-এর ভয়! নাকি প্রতিবাদ! সাতসকালে গাছে উঠে পড়লেন মহিলা, হিমশিম খেল পুলিশ, দমকল! উত্তরপাড়ায় হইচই