Upper Air Cyclonic Circulation: বাংলার ওপরেই দুর্যোগের কাঁটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপার সাইক্লোনিক সার্কুলেশন, তোলপাড় করা হাওয়া-বৃষ্টি
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
ভারী বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তবে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
1/13

উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখার অবস্থান। এই অক্ষরেখাটি গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। Photo Courtey- Representative (Meta AI)
advertisement
2/13
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানের, শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
3/13
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ এই সবকটি অ্যাকটভ ওয়েদার চ্যানলের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির ইয়েলো অ্যালার্ট৷
advertisement
4/13
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এক নজরে দেওয়া নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
5/13
শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
6/13
উইকএন্ডে অর্থাৎ শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
7/13
বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির তেমন সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।
advertisement
8/13
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গের তিনটি জেলা। তবে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
9/13
শুক্রবার উত্তরবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
10/13
হাওয়া দফতরের পূর্বাভাস তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
11/13
তবে গৌড়বঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
12/13
বিগত ২৪ ঘন্টায় শুক্রবার দিন পর্যন্ত মালদহে ০১৯.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দিন সূর্যের রোদের দেখা মিললেও অধিকাংশ সময় মেঘে ঢাকা ছিল আকাশ।
advertisement
13/13
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দিন মালদহ সহ গৌড়বঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Upper Air Cyclonic Circulation: বাংলার ওপরেই দুর্যোগের কাঁটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপার সাইক্লোনিক সার্কুলেশন, তোলপাড় করা হাওয়া-বৃষ্টি