IMD Weather Update: আবহাওয়ার বিরাট খেল! ঝড়বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে দোসর অন্য বিপদ! কোন কোন জেলায়?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।
advertisement
1/6

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।
advertisement
2/6
শনি ও রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি; শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে! দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
advertisement
3/6
কলকাতায় সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে শনি এবং রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
advertisement
6/6
রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: আবহাওয়ার বিরাট খেল! ঝড়বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে দোসর অন্য বিপদ! কোন কোন জেলায়?