TRENDING:

Theme Cake: বড়দিনের বাজারে বড় চমক! গাড়ি-বাড়ি থেকে কার্টুন কেক, রঘুনাথপুরের দোকানে হু হু করে বিক্রি

Last Updated:
Theme Cake: দোকানের কমকর্তারা জানান, শিশুদের প্রিয় কার্টুন থিম হোক কিংবা আধুনিক গাড়ি, বাড়ি বা অন্য কোনও বিশেষ ডিজাইন, সব ধরনের থিম কেকই এখানে তৈরি করা সম্ভব। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
advertisement
1/6
গাড়ি-বাড়ি থেকে কার্টুন কেক! রঘুনাথপুরের দোকানে হু হু করে বিক্রি
পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে বড়দিনের আগেই থিম কেক ঘিরে বাড়ছে উন্মাদনা। শিশুদের প্রিয় কার্টুন চরিত্র থেকে শুরু করে আধুনিক ও বিলাসবহুল গাড়ির আদলে তৈরি নানা ধরনের থিম কেক এখন শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনও বিশেষ অনুষ্ঠান, সব ক্ষেত্রেই সাধারণ কেকের বদলে থিম কেকের প্রতি মানুষের ঝোঁক ক্রমশ বাড়ছে। (ছবি ও তথ্যঃ শান্তনু দাস)
advertisement
2/6
রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ড্রিম কেকস তাঁদের সৃজনশীলতা, নিখুঁত কারুকার্য এবং মানসম্মত স্বাদের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আকর্ষণীয় নকশা ও গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড থিম কেক তৈরির জন্য এই কেক শপ ইতিমধ্যেই শহরের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।
advertisement
3/6
ড্রিম কেকস-এর কমকর্তা সাদি খান জানান, “আমাদের কেকের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে তৈরি হওয়া সমস্ত কেক সম্পূর্ণ নিরামিষ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন থিমে কেক তৈরি করে দেওয়া হয়, যাতে তাঁদের বিশেষ দিনটি আরও স্মরণীয় হয়ে ওঠে।”
advertisement
4/6
ড্রিম কেকস-এর কমকর্তারা আরও জানান, শিশুদের প্রিয় কার্টুন থিম হোক কিংবা আধুনিক গাড়ি, বাড়ি বা অন্য কোনও বিশেষ ডিজাইন, সব ধরনের থিম কেকই এখানে তৈরি করা সম্ভব। পাশাপাশি কেকের গুণমান ও স্বাদের ক্ষেত্রে কোনওরকম আপোস করা হয় না। দামও রাখা হয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই।
advertisement
5/6
ড্রিম কেকস কর্তৃপক্ষের মতে, বর্তমানে শুধু রঘুনাথপুর শহর থেকেই নয়, আশেপাশের এলাকা থেকেও বিপুল পরিমাণ অর্ডার আসছে। বিশেষ অনুষ্ঠানকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই মানুষ এখন সাধারণ কেকের বদলে থিম কেকের দিকে বেশি ঝুঁকছেন।
advertisement
6/6
সব মিলিয়ে বলা যায়, রঘুনাথপুর শহরে থিম কেক এখন আর শুধুমাত্র একটি খাবার নয়, বরং উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। আর এই নতুন ধারার কেক ইতিমধ্যেই শহরের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Theme Cake: বড়দিনের বাজারে বড় চমক! গাড়ি-বাড়ি থেকে কার্টুন কেক, রঘুনাথপুরের দোকানে হু হু করে বিক্রি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল