TRENDING:

তুমুল বৃষ্টি, ফাঁকা স্টেশনে খিদের জ্বালায় 'ওঁরা'! আচমকা পায়েস, মিষ্টি নিয়ে হাজির কিশোর! বাকিটা জানলে স্যালুট জানাবেন

Last Updated:
ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে ১০টার ঘরে। প্রবল বর্ষণ চলছে। আচমকা পায়েস, মিষ্টি নিয়ে হাজির ১৫ বছরের যুবক! বাকিটা জানলে কুর্নিশ জানাবেন
advertisement
1/6
তুমুল বৃষ্টি, ফাঁকা স্টেশনে খিদের জ্বালায় 'ওঁরা'! আচমকা পায়েস, মিষ্টি নিয়ে হাজির কিশোর!
বছর পনেরো বয়স। কিশোরের ছিল ১৫ তম জন্মদিন। অভিনব জন্মদিন পালিত হল ক্যানিং ষ্টেশন চত্বর এলাকায়। ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে ১০টার ঘরে। প্রবল বর্ষণ চলছে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
বছর পনেরো বয়সের ওই কিশোর একহাতে পায়েস, মিষ্টি আর অন্যহাতে নতুন বস্ত্র নিয়ে হাজির। সঙ্গে রয়েছেন বাবা ও বৃদ্ধ ঠাকুর্দা, সেই সময় অসহায় দুঃস্থ ফুটপাথবাসীরা ঘুমে আচ্ছন্ন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
3/6
অনাহারে, চাতকের মতো রয়েছে খাবারে অপেক্ষা। এমন সব দুঃস্থ মানুষজনদেরকে ডেকে জন্মদিনের পায়েস, মিষ্টি খাওয়ালেন ওই কিশোর। হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। অসহায় দুঃস্থদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন।এমন দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ওই কিশোরের বাবা ও ঠাকুর্দা। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
4/6
দুঃস্থদের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে আবেগে আপ্লুত কিশোর ও তার পরিবারের লোকজন। কেন এমন অভিনব জন্মদিন পালন? ‘জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।' (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
5/6
'আমি আমার বাবার আদর্শে আদর্শিত। আমার পরবর্তী প্রজন্ম যাতে সেই পথ অনুসরণ করে এবং স্বামীজী’র অমূল্য বাণী কে পাথেয় করে অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি।' (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
6/6
'এজন্য রাতের অন্ধকারে অসহায় দুঃস্থ মানুজনদের সঙ্গে একমাত্র ছেলের জন্মদিন পালন করার উদ্যোগ নিয়েছিলাম। সেটা সফল হয়েছে এবং আশাকরি আগামী দিনেও এমনটাই চলতে থাকবে।' (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
তুমুল বৃষ্টি, ফাঁকা স্টেশনে খিদের জ্বালায় 'ওঁরা'! আচমকা পায়েস, মিষ্টি নিয়ে হাজির কিশোর! বাকিটা জানলে স্যালুট জানাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল