TRENDING:

পেরেকের আঁকাবাঁকা টুকরোও হয়ে উঠছে শিল্পকর্মের রসদ! ইলেকট্রিক মিস্ত্রির সৃষ্টিতে লুকিয়ে বিশেষ বার্তা

Last Updated:
Unique Art : বাঁকুড়ার ইলেকট্রিক মিস্ত্রি অনন্ত দে প্যান্ডেলের আঁকাবাঁকা পেরেক কুড়িয়ে দেখাচ্ছেন শিল্পকলা। পেরেক ছাড়াও নারকেল গাছের জালি ও নারকেলের বিভিন্ন অংশ ব্যবহার করছেন।
advertisement
1/6
একমনে প্যান্ডেলে প্যান্ডেলে বাঁকা পেরেক খুঁজছেন 'এই' ব্যক্তি! তা দিয়ে কী হচ্ছে জানেন?
<strong>বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী:</strong> বাঁকুড়ার এই ইলেকট্রিক মিস্ত্রি প্যান্ডেলের আঁকাবাঁকা পেরেক কুড়িয়ে বাড়িতে বসে যা করছেন, তা দেখলে আপনিও অবাক হবেন! শুধু পেরেক নয়, নারকেল গাছের জালি ও নারকেলের বিভিন্ন অংশ দিয়ে তিনি বিভিন্ন রকমের অভিব্যক্তি বানাচ্ছেন।
advertisement
2/6
কেন তিনি আর্টের কাজে বেছে নিয়েছেন আঁকাবাঁকা পেরেক ও নারকেল গাছের জালি? বাঁকুড়ার পাত্রসায়েরের বাসিন্দা অনন্ত দে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি তার কাজের পাশাপাশি সারাক্ষণ বাড়িতে বসে কিছু না কিছু আর্ট বানান। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
3/6
অনন্ত বাবু জানিয়েছেন, এই অভিব্যক্তির মাধ্যমে আগমনির বার্তা ফটো বানাচ্ছেন। অনন্ত বাবুর মন থেকে যেটা উদয় হয়, সেই ভাবনা দিয়েই তিনি বিভিন্ন রকমের আর্টের কাজ করেন। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তিনি নিজের বাড়িতে বসেই আঁকাবাঁকা পেরেক ,নারকেলের ছোবড়া ও নারকেল গাছের জালি দিয়ে বানাচ্ছেন মা দুর্গার ছবি। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
4/6
অনন্ত বাবু বলেন, আঁকাবাঁকা পেরেক দিয়ে ছবি বানানোর উদ্দেশ্য হল, যেসব শিল্পী পরিশ্রম করে মন্ডপ বানাচ্ছেন, তাঁদের উদ্দেশ্য করেই এই আর্ট তিনি বানিয়েছেন। ‌ মণ্ডপের কাজে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই পেরেক। জীবনের ঝুঁকি নিয়ে শিল্পীরা মন্ডপ তৈরি করেন। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
5/6
সবাই খোঁজ করেন মণ্ডপটি কোন কমিটি বানিয়েছে। তবে এটা কেউ খোঁজ করেন না যে কোন শ্রমিক বা শিল্পী এই মণ্ডপটি বানিয়েছেন। তাই তাদের উৎসর্গ করেই অনন্ত বাবুর এই কাজ। তিনি সারা বছরই ফেলে দেওয়া অপরিহার্য জিনিস দিয়ে কিছু না কিছু আর্টের কাজ করেন। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
6/6
অন্যদিকে নারকেল এমন একটি জিনিস, যে যেকোনও শুভ কাজেই প্রয়োজন। তাই অনন্ত বাবু এই নারকেল গাছের জালি ও নারকেলের ছোবড়া বেছে নিয়েছেন। অনন্ত বাবুর এই কাজ দেখলে আপনিও হবেন অবাক। অনন্ত বাবুর এই কর্মকাণ্ড তাক লাগিয়েছে সবার। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পেরেকের আঁকাবাঁকা টুকরোও হয়ে উঠছে শিল্পকর্মের রসদ! ইলেকট্রিক মিস্ত্রির সৃষ্টিতে লুকিয়ে বিশেষ বার্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল