Ulto Rath Rituals 2024: উল্টোরথে ভুলেও মুখে তুলবেন না এই ৫ খাবার! সংসারে নেমে আসবে বিপদের কালো ছায়া
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Susmita Goswami
Last Updated:
Ulto Rath Rituals 2024: হিন্দুধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ১৬ই জুলাই পড়েছে উল্টো রথ। এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর আয়োজন করেন সকলে। জ্যোতিষবিদ বিপুল কুমার জানান,
advertisement
1/5

কোনও রকম তিতা জাতীয় খাবার খাওয়া উচিৎ নয়। অন্যান্যদিন তিতো খেলেও কিন্তু এদিন ভুলেও তিতো মুখে দেওয়া উচিৎ নয়। উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই শাকপাতাগুলি সেদিন না হওয়াই ভাল। সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
পুঁইশাক কখনোই রথযাত্রার দুদিন খাওয়া উচিৎ নয়। মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে জীবনে হওয়া কাজও এই সময় আটকে যেতে পারে। সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
এই দিন কারোর কোনও রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিৎ নয়। মদ, গাঁজা, সিগারেট, এগুলি একদমই নয়। এমনকি কাউকে সেবন করতে দেখলে তাঁকেও বারণ করা বাঞ্চনীয়। সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
রথযাত্রার দুদিন আমিষ খাবার, যেমন- ডিম, মাছ-মাংস, পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে মহাপ্রভু খুব রেগে যান। যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভবনা থাকবে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
রথের দুদিন কলমি শাক খাওয়া উচিৎ নয়। এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন। তাতে সংসারে অশান্তি নেমে আসে। আর্থিক অনটন শুরু হতে পারে। তাই না খাওয়াই শ্রেয়। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ulto Rath Rituals 2024: উল্টোরথে ভুলেও মুখে তুলবেন না এই ৫ খাবার! সংসারে নেমে আসবে বিপদের কালো ছায়া