TRENDING:

দু'ঘণ্টার ব্যবধানে পরপর উদ্ধার দুটি দেহ! পাঁচদিন ধরে নিখোঁজ ছিল

Last Updated:
কীভাবে পরপর দুটি এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল তা নিয়ে ধন্দ্বে আছে পুলিশ ও গ্রামবাসীরা। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার আমঠিয়া গ্রাম ও মুক্তাপুর গ্রামের দুই ব্যক্তির মৃতদেহ শালী নদীর জল থেকে উদ্ধার করেছে পুলিশ‌
advertisement
1/6
দু'ঘণ্টার ব্যবধানে পরপর উদ্ধার দুটি দেহ! পাঁচদিন ধরে নিখোঁজ ছিল
দু'ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলিয়াতোড় থানা এলাকায়। গত ছয় দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার শালী নদীর জলে ভেসে আসে এক ব্যক্তির মৃতদেহ। তার ঠিক দু'ঘণ্টা পরেই পাশের গ্রামের নদীর জল থেকে উদ্ধার হয় আরও একটি ব্যক্তির দেহ!
advertisement
2/6
কীভাবে পরপর দুটি এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল তা নিয়ে ধন্দ্বে আছে পুলিশ ও গ্রামবাসীরা। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার আমঠিয়া গ্রাম ও মুক্তাপুর গ্রামের দুই ব্যক্তির মৃতদেহ শালী নদীর জল থেকে উদ্ধার করেছে পুলিশ‌।
advertisement
3/6
প্রসঙ্গত গত বৃহস্পতিবার আমঠিয়া গ্রামের বছর ৩৮-এর কাঞ্চন রায় নিখোঁজ হন। রীতিমতো পরিবারের তরফ থেকে স্থানীয় থানাতে জানানোর পর সিভিল ডিফেন্স ও পুলিশের পাশাপাশি গ্রামের মানুষও টানা পাঁচ দিন নদীর জলে তল্লাশি চালান।
advertisement
4/6
অবশেষে মঙ্গলবার ওই ব্যক্তির মৃতদেহ ভেসে আসে গ্রামের নদী ঘাটে। তার কিছুক্ষণ পরেই পাশের গ্রামের হুচুক ডাঙা নদী ঘাট থেকে উদ্ধার হয় মুক্তাপুর গ্রামের ৫০ বছর বয়সী দিলীপ বাদ্যকরের মৃতদেহ।
advertisement
5/6
পুলিশ খবর পেয়ে এসে দেহ দুটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে।
advertisement
6/6
মৃত কাঞ্চন রায়ের দাদা প্রবীর রায়ের দাবি, তাঁর ভাইকে পাশের গ্রামের শ্যামল তুং নামের এক ব্যক্তি খুন করেছেন। অপরদিকে মুক্তাপুর গ্রামের মৃত দিলীপ বাদ্যকরের বৌদি ও ভাইপো নদীর উপর পাকা সেতুর দাবি জানিয়েছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দু'ঘণ্টার ব্যবধানে পরপর উদ্ধার দুটি দেহ! পাঁচদিন ধরে নিখোঁজ ছিল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল