TRENDING:

Chat Puja 2025 : ছট পুজোয় টোটো চাপলে টাকা লাগবে না! ১০ বছর ধরে যা করছেন দুই সেনা জওয়ান...প্রশংসা করবেন আপনিও

Last Updated:
Chat Puja 2025- ছট পুজোয় দুই সেনা জাওয়ানের মহৎ উদ্যোগ, ১০ বছর ধরে এই কাজ করে চলেছেন তাঁরা। বিনামূল্যে টোটো পরিষেবা দেন।
advertisement
1/6
ছট পুজোয় টোটো চাপলে টাকা লাগবে না! ১০ বছর ধরে যা করছেন দুই সেনা জওয়ান...
শুরু হয়ে গিয়েছে হিন্দিভাষী হিন্দুদের প্রধান উৎসব ছট পুজো। প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল সকলেই কোনও না কোনওভাবে ছট ব্রতীদের সুবিধার্থে নানা পরিষেবা দিয়ে আসছেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছট ব্রতীরাও যাতে এই পুজো নির্বিঘ্নে করতে পারে তারও নানারকম ব্যবস্থা করেছেন তাঁরা। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
তবে ছট পুজোর এই পুণ্য লগ্নে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের দুই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ছট ব্রতীদের জন্য যা করে চলেছেন,তা জানলে সত্যিই প্রশংসা করবেন আপনিও।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
উল্লেখ্য, কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে হয় এই ছট পুজো। এই পুজো হল আদতে সূর্যদেব এবং তার পত্নী ঊষা ও প্রত্যুষা দেবীর পুজো। মোট চার দিন ধরে নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হয়। বাড়ির সকল নারী ও পুরুষ এই পুজোতে অংশগ্রহণ করলেও এই ব্রত বেশি পালন করে থাকেন বাড়ির মহিলারাই। সন্তানের স্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ুর জন্য টানা ৩৬ ঘন্টা এক কঠোর উপবাস পালন করেন তাঁরা। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
4/6
তাই এই ছট ব্রতীদের জন্য বিগত ১০ বছর ধরে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে আসছেন ওই দুই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বীজেন্দ্র শর্মা ও অমিত সাউ। তাঁদের এই কর্মকাণ্ডে সমান তালে সহযোগিতা করে আসছেন তাঁদের বন্ধুরা। অণ্ডাল বাজারে আসা ছট ব্রতীরা অত্যন্ত খুশি তাঁদের এমন মহৎ উদ্যোগে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
অমিত সাউ জানান, ছট পুজো উপলক্ষে বহু গরীব মানুষ আছেন যারা বাজারে ছট পুজোর সামগ্রী কিনতে গিয়ে সমস্যায় পড়েন। তাদের কথা ভেবেই ২০১৫ সাল থেকেই দুই বন্ধু মিলে এলাকার টোটো স্ট্যান্ড-এর দশটি টোটোকে নিয়ে এই সমস্ত মানুষদের বাড়ি থেকে বাজার পর্যন্ত নিয়ে আসা এবং বাজার করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন একেবারেই নিঃশুল্ক ভাবে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
ছট পুজোয় বাজার করতে আসা এক পূণ্যার্থী দ্রৌপদী দেবী জানান, দুই সেনা জওয়ানের এই চিন্তা ধারায় আমরা ছট ব্রতীরা অত্যন্ত খুশি ও উপকৃত। প্রতি বছরই এই ফ্রি টোটো সার্ভিস দিয়ে থাকেন ওই দুই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। বাজারে এরকম মোট ১০ টি টোটো রয়েছে, তারা ছট পুজো উপলক্ষে ফ্রি-তে আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা করছেন। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Chat Puja 2025 : ছট পুজোয় টোটো চাপলে টাকা লাগবে না! ১০ বছর ধরে যা করছেন দুই সেনা জওয়ান...প্রশংসা করবেন আপনিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল