Digha Tajpur Sea Beach: পর পর মৃত্যু, দিঘা-তাজপুরের সৈকতে শিউরে উঠছেন পর্যটকরা! হত্যা না অন্য কিছু, বাড়ছে রহস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও৷ জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, অবিলম্বে পদক্ষেপ করা হচ্ছে৷
advertisement
1/6

সমুদ্র সৈকত জুড়ে পর পর পড়ে আছে একের পর এক মৃত অলিভ রিডলে কচ্ছপ৷ দিঘা, শঙ্করপুর, তাজপুর- গত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমুদ্র সৈকতে এমনই ছবি দেখা যাচ্ছে৷
advertisement
2/6
সমুদ্রের পাড়ে সার দেওয়া কচ্ছপের মৃতদেহ দেখে চমকে উঠছেন পর্যটকরাও৷ এত কচ্ছপের একসঙ্গে মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশবিদ এবং প্রশাসনিক কর্তারাও৷
advertisement
3/6
মূলত তাজপুরের সমুদ্র সৈকতের বালিয়াড়ি এলাকায় বিরল প্রজাতির এইসব মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। কচ্ছপগুলিকে হত্যা করা হচ্ছে নাকি সেগুলি নিজে থেকেই মারা যাচ্ছে, তাই নিয়েই তৈরি হয়েছে রহস্য৷
advertisement
4/6
ওড়িশার ধামরায় রয়েছে কচ্ছপ প্রজনন কেন্দ্র৷ ফলে ধামরা লাগোয়া দিঘা, তাজপুরের সৈকত এলাকায় কচ্ছপের আনাগোনা থাকেই৷ বছরের এই সময় প্রজননের জন্য উপকূলের কাছে চলে আসে কচ্ছপগুলি৷
advertisement
5/6
সেই সুযোগেই কচ্ছপগুলিকে হত্যা করা হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ অবিলম্বে তাই প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন পরিবেশবিদ, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা৷
advertisement
6/6
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও৷ জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, কচ্ছপের মৃত্যু আটকাতে দ্রুত পদক্ষেপ করা হবে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Tajpur Sea Beach: পর পর মৃত্যু, দিঘা-তাজপুরের সৈকতে শিউরে উঠছেন পর্যটকরা! হত্যা না অন্য কিছু, বাড়ছে রহস্য