ভোজ নয়, মায়ের স্মৃতিতে বৃক্ষরোপণ! পারলৌকিক সংস্কারে ব্যতিক্রমী পথ 'গাছমাস্টার'-এর পরিবারের
- Published by:
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
পারলৌকিক কাজে আত্মীয়-স্বজনদের ভোজ না খাইয়ে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন অরূপ চৌধুরীর পরিবার
advertisement
1/5

<strong>বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ</strong> পারলৌকিক কাজে আত্মীয়-স্বজনদের ভোজ না খাইয়ে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন অরূপ চৌধুরীর পরিবার। প্রয়াত মা মাধবী চৌধুরীর স্মরণে তাঁরা রোপণ করলেন ১০০টি নিমগাছ।ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
গত ১৪ জুলাই সকালে বর্ধমানে নিজের বাড়িতে প্রয়াত হন মাধবীদেবী। ধর্মীয় সব কাজ সম্পন্ন হলেও সিদ্ধান্ত হয়, ভোজ খাওয়ানো হবে না। পরিবারের দুই ভাই অরূপ ও অনুপ আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
২০১৯ সালে পিতা জনরঞ্জন চৌধুরীর পারলৌকিক ভোজে খরচ দেখে পরিবারের চিন্তা বদলায়। তখন থেকেই ঠিক হয়, ভবিষ্যতে সমাজমুখী কাজই হবে প্রকৃত শ্রদ্ধা।ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
অরূপবাবুর কথায়, “জীবিত অবস্থায় পাশে থাকাই আসল কর্তব্য। মৃত্যুর পর খাওয়ানোর নামে অপচয় বন্ধ হওয়া দরকার।” এই চিন্তাকে সামনে রেখেই শুরু গাছ রোপণ কর্মসূচি।ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
আগামী এক বছর প্রয়াত বাবা-মায়ের নামে সামাজিক কাজ করবে গাছ গ্রুপ। রায়ানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তার সূচনা হল। সমাজের কাছে এই উদ্যোগ এক বড় বার্তা।ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভোজ নয়, মায়ের স্মৃতিতে বৃক্ষরোপণ! পারলৌকিক সংস্কারে ব্যতিক্রমী পথ 'গাছমাস্টার'-এর পরিবারের