TRENDING:

Book Fair: উলুবেড়িয়া বইমেলায় ডাবল ধামাকা! পছন্দের বইয়ের সঙ্গে রংবাহারি গাছের প্রদর্শনী, জোড়া চমকে মেলা জমে ক্ষীর

Last Updated:
Uluberia Book Fair: বইমেলায় সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়। উলুবেড়িয়া বইমেলাতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তার টানে ভিড় জমাচ্ছে মানুষ।
advertisement
1/5
উলুবেড়িয়া বইমেলায় ডাবল ধামাকা! পছন্দের বইয়ের সঙ্গে রংবাহারি গাছের প্রদর্শনী
বইমেলার আকর্ষণ গাছ! ফল, ফুল ও বনসাই গাছের মেলা। বনসাই গাছের ভাঁজ দেখে অবাক হয়ে যাচ্ছে বহু মানুষ। সব মিলিয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবারের উলুবেড়িয়া বইমেলা প্রাঙ্গণ। বইমেলার সঙ্গেই পুষ্প মেলা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। তাক লাগানো বিভিন্ন গাছের সঙ্গে সেলফি তোলার হিড়িক। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
বইমেলায় সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়। বইমেলার সঙ্গে খাদ্য মেলা বা খাবারের স্টল প্রায় সর্বত্র আয়োজন করা হয়। তবে উলুবেড়িয়া বইমেলায় বিভিন্ন ফল, ফুল, বনসাই ও বাহারি গাছের প্রদর্শনী হচ্ছে।
advertisement
3/5
বইমেলায় বই কিনতে আসা মানুষ পুষ্প প্রদর্শনী তথা গাছ প্রদর্শনীর স্থানে প্রবেশ করছেন। নানা রকমের বনসাই দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। বট, অশ্বত্থ, পাকুড়, তেঁতুল, শ্যাওড়ার মতো বিভিন্ন গাছকে বনসাই বানানো হয়েছে। সাধারণ গাছেই অসাধারণ কারুকার্য মানুষকে আকর্ষিত করছে।
advertisement
4/5
এবারের উলুবেড়িয়া বইমেলা আরও জমাটি। সোনাঝুরি হাটের পাশেই গাছের মেলা। যেখানে রাখা হয়েছে বিভিন্ন ফুল, বাহারি গাছ, বনসাই গাছের পাশাপাশি ফলের গাছ। ছোট গাছে থোকায় থোকায় ফল ধরে রয়েছে। বনসাইয়ের পাশাপাশি এই গাছও মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করছে।
advertisement
5/5
ছোট থেকে বড়, সকলেই গাছ প্রদর্শনে ভিড় জমাচ্ছেন। গাছের ছবি ও গাছের সঙ্গে সেলফি তুলছেন অনেকে। সেই সঙ্গেই বইয়ের স্টল, খাবারের স্টল এবং সোনাঝুরি হাটেও মানুষ বেশ আগ্রহ দেখাচ্ছেন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Book Fair: উলুবেড়িয়া বইমেলায় ডাবল ধামাকা! পছন্দের বইয়ের সঙ্গে রংবাহারি গাছের প্রদর্শনী, জোড়া চমকে মেলা জমে ক্ষীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল