TRENDING:

Travel: ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা

Last Updated:
এই গ্রাম এমনিই নজর কাড়বে পর্যটকদের। সম্পূর্ণ সাজানো রয়েছে শুধুমাত্র ছবি দিয়ে।
advertisement
1/5
ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা
অন্যতম একটি জেলা হল পূর্ব বর্ধমান। এই জেলা শস্য ভান্ডার নামে পরিচিত হলেও , এই জেলার কিছুটা অংশ জেলার জঙ্গলমহল নামেই পরিচিত। সেই জায়গা হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম । এই আউশগ্রাম ঘেরা রয়েছে শুধুমাত্র জঙ্গল দিয়ে ।
advertisement
2/5
জঙ্গলঘেরা এই আউশগ্রাম ব্লকে এমন এক গ্রাম রয়েছে যা দেখলেই অবাক হবেন । গ্রামের ঢুকলেই মনে হবে যেন ছবির জগতে প্রবেশ করেছেন। গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে শুধু ছবি আর ছবি ।
advertisement
3/5
প্রত্যেক বছর এই গ্রামে রাজ্যের বাইরে থেকে আসেন বহু নামিদামি চিত্রশিল্পী । চিত্রশিল্পীরা এসে তাদের শিল্পকর্মকে কাজে লাগিয়ে দেওয়ালে আঁকে দারুন দারুন ছবি । প্রত্যেক ছবি নজর কাড়বে পর্যটকদের ।
advertisement
4/5
এই গ্রাম অনেকের কাছে ছবি গ্রাম নামেও পরিচিত । বিভিন্ন বাড়ির দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের ছবি । মূলত জঙ্গল রক্ষার বার্তা দিতেই লবণধার অন্নপূর্ণা সংস্থা এই উদ্যোগ নেয় ।
advertisement
5/5
অতি সহজেই যাওয়া যাবে এই গ্রামে । বর্ধমান-দুর্গাপুর লাইনের মানকর স্টেশনে নেমে লবণধার গ্রাম বললেই পৌঁছে যাবেন সহজেই এই গ্রামে । বর্তমানে এই গ্রামে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে । ইচ্ছা হলে একদিন বা দু দিনের জন্য ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমান জেলার এই ছবি গ্রামে ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Travel: ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল