টোটো কি বন্ধ হয়ে যাবে? মন্ত্রী দিলেন বড় নির্দেশ, টোটোর দাপাদাপির দিন শেষ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Toto: এবার কি বাংলার বিভিন্ন মফঃস্বল, গ্রামে টোটো বন্ধ হয়ে যাবে? বড় নির্দেশ দিলেন পরিবহনমন্ত্রী।
advertisement
1/8

মফঃস্বলের রাস্তায় অগুণতি টোটো। বাড়ছে দুর্ঘটনা। যেখানে-সেখানে যাত্রী তুলছে টোটো, মানছে না ট্রাফিক নিয়ম। এমন অসংখ্য অভিযোগ প্রায় রোজই জমা পড়ছে পুলিশ-প্রশাসনের কাছে।
advertisement
2/8
শহর থেকে গ্রাম, সর্বত্র এখন মানুষের যাতায়াতের মাধ্যম টোটো। বাস, ট্রেন, অন্য গাড়ির মতো টোটো এখন মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। তবে টোটোর সংখ্যা প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।
advertisement
3/8
ই-রিকশা বা টোটোর দাপাদাপিতে রাশ টানতে চাইছে প্রশাসন। টোটোর জন্য যানজট-সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় নড়েচড়ে বসেছএ প্রশাসন। বেআইনি অটোর চলাচলে রাশ টানতে চাইছে প্রশাসন।
advertisement
4/8
রাজ্য পরিবহণ দফতর টোটোর দাপাদাপি রুখতে বেশ কিছু ব্যবস্থা নেবে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এমনই ইঙ্গিত দিলেন এবার।
advertisement
5/8
এমনিতেই রাস্তায় প্রচুর টোটো। আর যাতে কেউ বেআইনিভাবে টোটো নামাতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। তার জন্য ধরপাকড় শুরু হতে পারে শিগগির।
advertisement
6/8
টোটোচালকদের QR Code দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সেটাই হবে তাদের পরিচয়পত্র। প্রতিটি পুরসভা এলাকায় কত টোটো চলে তার একটি তালিকা তৈরির পরিকল্পনাও হচ্ছে বলে জানান পরিবহণমন্ত্রী।
advertisement
7/8
মূলত রাস্তায় বেআইনি টোটো চলাচলে রাশ টানতে চাইছে প্রশাসন। নতুন করে কেউ টোটো রাস্তায় নামাতে চাইলে তাকে পুরসভায় নাম নথিভুক্ত করতে হবে আগে।
advertisement
8/8
পরিবেশবান্ধব যান টোটো। ফলে আলাদা করে রুট পারমিটের প্রয়োজন হয় না। তবে পরিবহণমন্ত্রী বলছেন, প্রচুর গ্যারাজ বা কারখানায় বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে। সেগুলিই রাস্তায় বেআইনিভাবে নেমে অশান্তির পরিবেশ তৈরি করছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
টোটো কি বন্ধ হয়ে যাবে? মন্ত্রী দিলেন বড় নির্দেশ, টোটোর দাপাদাপির দিন শেষ!