TRENDING:

Train: প্রবল বৃষ্টিতে রেললাইনে জল! বিপর্যস্ত ট্রেন পরিষেবা, শিয়ালদহ লাইনে কোন কোন পরিষেবা বন্ধ রয়েছে? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন

Last Updated:
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ সহ টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ চরমে। গতকাল রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ সকালেও অব্যাহত। বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের সমস্যা হচ্ছে।
advertisement
1/7
প্রবল বৃষ্টিতে রেললাইনে জল! বিপর্যস্ত ট্রেন পরিষেবা, শিয়ালদহ লাইনে কোন কোন পরিষেবা বন্ধ?
<strong>কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক</strong>: ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ-সহ টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ চরমে। গতকাল রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ সকালেও অব্যাহত। বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের সমস্যা হচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/7
রাতভর প্রবল বৃষ্টির জেরে জল জমেছে রেললাইনে। শিয়ালদহ স্টেশনের কাছেও জমেছে জল। শিয়ালদহ দক্ষিণশাখার পাশাপাশি লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।
advertisement
3/7
সুন্দরবন এলাকায় বৃষ্টি ও হাওয়ার তীব্রতা বেশি থাকায় সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। সকাল থেকেই আকাশের মুখ ভার।
advertisement
4/7
উত্তাল নদী ও সমুদ্রের কারণে মৎস্যজীবীদের আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ফলে পুজোর আগেই আবারও ফিরে আসতে হবে মৎস্যজীবীদের। যার জেরে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মৎস্যজীবীদের কপালে।
advertisement
5/7
এদিকে মহালয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হলেও টানা বৃষ্টির কারণে বিঘ্ন ঘটছে প্রস্তুতিতে। অনেক পুজো মণ্ডপে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। ফলে উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
advertisement
6/7
অপরদিকে, টানা বৃষ্টির জেরে জেলার শহর ও গ্রামাঞ্চলের একাধিক এলাকায় জল জমেছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে, স্কুল-কলেজ ও বাজারঘাটেও সমস্যা দেখা দিয়েছে।
advertisement
7/7
সব মিলিয়ে উৎসবের আবহে একদিকে চলছে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বৃষ্টি ও জমা জলে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে। পুজোর ঠিক আগেই এই বৃষ্টি সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train: প্রবল বৃষ্টিতে রেললাইনে জল! বিপর্যস্ত ট্রেন পরিষেবা, শিয়ালদহ লাইনে কোন কোন পরিষেবা বন্ধ রয়েছে? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল