Train For Mayapur: উইকএন্ডে মায়াপুর ট্রিপ, আরও সহজ হল যাওয়া, শিয়ালদহ থেকে সরাসরি ট্রেন, রইল সময়সূচি
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Train For Mayapur: মায়াপুর যাওয়া আরও সহজ! শিয়ালদহ থেকে এক ট্রেনেই সোজা আমঘাটা! জেনে নিন সময়সূচি
advertisement
1/6

নদিয়ার মায়াপুরের নিকটবর্তী আমঘাটা স্টেশন থেকে চালু হয়েছে নতুন লিংক ট্রেন, এই ট্রেনে করেই আমঘাটা থেকে প্রথমে কৃষ্ণনগর এবং সেই ট্রেনে চেপে সরাসরি চলে যেতে পারবেন সোজা শিয়ালদহে। দেখে নিন সেই ট্রেনের সময়সূচী।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
সকালের আপ লোকাল: রানাঘাট থেকে ছাড়বে ৬:০৫ মিনিটে, কৃষ্ণনগরে ৬:৩৮ মিনিটে এবং আমঘাটায় সকাল ৭:০০ টায়।
advertisement
3/6
সকালের ডাউন লোকাল: আমঘাটা থেকে ছাড়বে ৭:০৮ মিনিটে, এরপর কৃষ্ণনগর থেকে ৭:২৩ মিনিট, রানাঘাট ৮:২৮ মিনিট, বনগাঁ ৯:১৫ মিনিট।
advertisement
4/6
দুপুরের আপ লোকাল: শিয়ালদহ থেকে ছাড়বে ১০:৫২ মিনিটে, কৃষ্ণনগর থেকে ১:১৫ মিনিট এবং আমঘাটা থেকে ছাড়বে ১:৪৫ মিনিটে।
advertisement
5/6
দুপুরে ডাউন লোকাল: আমঘাটা থেকে ছাড়বে ১:৫৩ মিনিটে, কৃষ্ণনগর থেকে ২:১৫ মিনিটে, এবং শিয়ালদহ থেকে ৪:১৫ মিনিটে।
advertisement
6/6
রাতের আপ লোকাল: শিয়ালদহ থেকে ছাড়বে ৬:৪৩ মিনিটে, কৃষ্ণনগর থেকে ৮:৫৯ মিনিটে এবং আমঘাটা থেকে ৯:১৫ মিনিট। রাতের ডাউন লোকাল: আম কাটা ছাড়বে ৯:৩৮ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে ১০:২২ মিনিটে এবং শিয়ালদহ ১২:৪০।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train For Mayapur: উইকএন্ডে মায়াপুর ট্রিপ, আরও সহজ হল যাওয়া, শিয়ালদহ থেকে সরাসরি ট্রেন, রইল সময়সূচি