TRENDING:

Train Cancelled: লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, সূচি পরিবর্তন কিছু ট্রেনের, জানুন

Last Updated:
Train Cancel: লালগোলা-শিয়ালদহ শাখায় রবিবার সকাল বিকেল মিলিয়ে ৬টি ট্রেন চলবে না বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল।
advertisement
1/8
লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, সূচি পরিবর্তন কিছু ট্রেনের, জানুন
*আপনি কি শীতের মরশুমে নবাবের জেলাতে ঘুরতে যাবেন ভাবছেন। ঘুরে একদিনে ফিরে আসার প্ল্যান? তাহলে মুর্শিদাবাদ যাওয়ার আগে জেনে নিন ট্রেনের সময়সূচি। কারণ, মোট ছটি ট্রেন বাতিল হয়েছে লালগোলা-শিয়ালদহ শাখায়। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। 
advertisement
2/8
লালগোলা-শিয়ালদহ শাখায় রবিবার সকাল-বিকেল মিলিয়ে ৬টি ট্রেন চলবে না। বেলডাঙা ও রেজিনগরের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার জন্য আপ ও ডাউন ট্রেন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
advertisement
3/8
*বেশ কিছু ট্রেনের সফর সূচি সংক্ষিপ্ত করা হয়েছে, দেরিতে চলাচল করবে সেগুলিও। কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের কাজে ব্যাঘাত যাতে না ঘটে, তাই প্রায় দশ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। একই কারণে গত রবিরারেও ট্রেন চলাচল না করায় নাকাল হতে হয়েছিল যাত্রীদের।
advertisement
4/8
*বহরমপুরে বিকেল পাঁচ'টা লালগোলা যাওয়ার ০৩১৮৩ আপ ও বহরমপুরে সকাল ১০টা ২৬ মিনিটে শিয়ালদহ যাওয়ার ০৩১৯০ ডাউন ট্রেন দু'টি বাতিল হয়ছে। একইভাবে লালগোলা থেকে কলকাতা যাওয়ার ০৩১৯৪ ডাউন মেমু ট্রেনের সঙ্গে বাতিল হয়েছে কলকাতা থেকে লালগোলা যাওয়ার ০৩১৯৩ আপ মেমু ট্রেন।
advertisement
5/8
*কলকাতা যাওয়ার ডাউন ট্রেন সকাল ৯টা ২৫ মিনিটে বহরমপুর থেকে প্রতিদিন ছাড়ে। আর কলকাতা থেকে সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে বহরমপুরে পৌঁছায় আপ ০৩১৯৩ ট্রেনটি। আপ ডাউন মিলিয়ে। আরও দুটি ইএমইউ ট্রেন ০৩১৪৩ আপ ও ৩১৭৬৮ ডাউন সেটাও বাতিল হয়েছে। ট্রেন দুটি লালগোলা থেকে রানাঘাট ও রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত দৈনিক যাতায়াত করে।
advertisement
6/8
*আপ হাজারদুয়ারি এক্সপ্রেস (১৩১১৩), ৩১৮৮৬১ কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার, ৩১৭৬৯ ও ৩১৭৭১ রানাঘাট থেকে লালগোলা যাওয়ার ট্রেনগুলি রবিবার পলাশী পর্যন্ত যাতায়াত করবে। লালগোলা যাবে না। আবার রানাঘাট থেকে সকাল ৯টা ২২মিনিটে যে ৩১৭৭৩ আপ মেমু ট্রেনটি ছাড়ে সেটি পলাশিতে এসে থামবে। সাধারণত ট্রেনটি পলাশিতে ১০.৫০ মিনিটে পৌঁছয়। পলাশি থেকে ফের ১১.১৫ মিনিটে রানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শুধুমাত্র রবিবারেই।
advertisement
7/8
*শিয়ালদহ-লালগোলা ০৩১১৫ আপ ইএমউ ট্রেনটি পাওয়ার ব্লক থাকার কারণে রানাঘাটেই তার যাত্রা শেষ করবে। একইভাবে ০৩১৯৮ ডাউন ইএমউ ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে। তবে কখন সেটি রানাঘাট থেকে ছাড়বে সে কথা জানায়নি রেল। একইভাবে মেমু ০৩১৯৬ ডাউন লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে।
advertisement
8/8
*গত রবিরারেও পূর্ব রেলের এই শাখায় দশ ঘণ্টা ট্রেন চলাচল করেনি। ওই দিন ট্রেন সময়মতো আসা যাওয়া না করায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের, জানান ডেলি প্যাসঞ্জাররা। তবে ফের রবিবার যাত্রীদের হয়রানী পোহাতে হতে পারে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancelled: লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, সূচি পরিবর্তন কিছু ট্রেনের, জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল