Train Cancelled : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Train Cancelled Kharagpur : মহালয়ার দিনই খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। ঘুরপথে চালানো হবে বন্দেভারত এক্সপ্রেস। দেখে নিন তালিকা।
advertisement
1/5

মহালয়ার দিনই খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। ঘুরপথে চালানো হবে বন্দেভারত এক্সপ্রেস। আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আরও একটি এক্সপ্রেস ট্রেনের। দেখে নিন তালিকা।
advertisement
2/5
মহালয়ার দিনই বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এমনটাই ঘোষণা করা হয়েছে খড়গপুর ডিভিশনের তরফে। জানানো হয়েছে, পুজোর মুখে রেলের কিছু উন্নয়নমূলক কাজের জন্য ২১ সেপ্টেম্বর রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
3/5
আবার একইদিনে ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস খড়গপুর - মেদিনীপুর - আদ্রা- পুরুলিয়া দিয়ে ঘুরিয়ে চালানো হবে। ঠিক একইভাবে ২০৮৯৮ রাঁচি - হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি ফিরবে পুরুলিয়া-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর দিয়ে।
advertisement
4/5
৬৮১২৩ খড়গপুর-টাটানগর মেমু, ৬৮০১৪ টাটানগর-খড়গপুর মেমু, ৬৮১২৭ চাকুলিয়া-টাটানগর মেমু এবং ৬৮১২৮ টাটানগর-চাকুলিয়া মেমু বাতিল থাকবে এদিনের জন্য।
advertisement
5/5
অন্যদিকে, ২১ সেপ্টেম্বর ১৮০৩৩-১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস ঘাটশিলার পরিবর্তে খড়গপুর পর্যন্ত যাবে। রেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক বা উন্নয়নমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancelled : মহালয়ার দিনেই ট্রেন বাতিলের ধাক্কা! ঘুরপথে বন্দেভারত, যাত্রীদের দুর্ভোগ! লিস্ট দেখে নিন