Train Cancel This Week: এক-দু'দিন নয়, গোটা সপ্তাহ জুড়ে যাত্রীদের চরম ভোগান্তি, বাতিল বহু ট্রেন, সময় বদলাচ্ছে বহু ট্রেন ছাড়ার, রইল লিস্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এর ফলে বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
advertisement
1/11

পুরুলিয়া: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এর ফলে বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে আজ ৬ অক্টোবর সোমবার থেকে আগামী ১২ অক্টোবর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। যদিও রেলের এই সিদ্ধান্তে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা।
advertisement
2/11
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৬ অক্টোবর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত মোট ৫ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।
advertisement
3/11
আজ ৬ অক্টোবর ও আগামী ৮,১০,১১ ও ১২ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১২ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
4/11
১১ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৫৬ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। ১০ ও ১২ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৫৬ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
5/11
১১ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৫৬ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। ১০ ও ১২ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৫৬ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
6/11
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ৭ ও ১০ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
7/11
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ৭ ও ১০ অক্টোবর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
8/11
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের। আগামী ৭ ও ১০ অক্টোবর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
9/11
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জারের। আগামী ১১ অক্টোবর আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-টাটা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
10/11
বিলম্বে যাত্রাপথ। আগামী ৮ ও ১১ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। ১২ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে। ১২ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে খড়গপুর-হাঁটিয়া এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে।
advertisement
11/11
আগামী ৬, ১০, ১১ ও ১২ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে ধানবাদ ও বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার। ধানবাদ থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancel This Week: এক-দু'দিন নয়, গোটা সপ্তাহ জুড়ে যাত্রীদের চরম ভোগান্তি, বাতিল বহু ট্রেন, সময় বদলাচ্ছে বহু ট্রেন ছাড়ার, রইল লিস্ট