TRENDING:

Train Cancel: লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন এই ব্যস্ততম রুটে বাতিল একের পর এক ট্রেন, আপনি জানেন তো নইলে পড়বেন বিপদে

Last Updated:
Train Cancel: পুজোর মরশুমে হাওড়া খড়গপুর শাখায় বাতিল শতাধিক লোকাল ট্রেন, তালিকায় এক্সপ্রেসও, জানুন
advertisement
1/4
লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন এই ব্যস্ততম রুটে বাতিল একের পর এক ট্রেন, আপনি জানেন তো !
খড়গপুর: পুজোর মরশুমে সমস্যা। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। রেল লাইনের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় শতাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। শুধু তাই নয় একাধিক এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। বেশকিছু ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ দেরিতে চালানো হচ্ছে।। পুজোর পরই সমস্যায় খড়্গপুর ডিভিশনের নিত্যযাত্রীরা। শতাধিক লোকাল ছাড়াও বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
2/4
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে ২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর এর ফলেই খড়গপুর ডিভিশনের হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে। ফলে দুর্গাপুজোর পরেই চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।
advertisement
3/4
খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ নিত্যযাত্রীদের জানান হয়েছে,খড়গপুর ডিভিশনের হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-পাঁশকুড়া শাখায় ৪ অক্টোবর- ১২টি , ৫ অক্টোবর- ২টি, ৬ অক্টোবর- ১২টি, ৭ অক্টোবর- ১৪টি, ৮ অক্টোবর- ১৪টি, ৯ অক্টোবর- ১৪টি, ১০ অক্টোবর- ১৩টি, ১১ অক্টোবর- ১৪টি, ১২ অক্টোবর- ৬টি, ১৩ অক্টোবর- ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, যথাক্রমে ২ ও ৩ অক্টোবরও ৬টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল।
advertisement
4/4
অন্যদিকে, আগামী ১০ অক্টোবর খড়গপুর ডিভিশনের মোট ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ১৮৬১৫ ও ১৮৬১৬- হাতিয়া-হাওড়া-হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১৮০১১ ও ১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩ ও ১৮০১৫ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও, আগামী ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে মোট ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা অবধি পরিবর্তন করা হয়েছে। কোলাঘাট স্টেশনের কাজের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancel: লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন এই ব্যস্ততম রুটে বাতিল একের পর এক ট্রেন, আপনি জানেন তো নইলে পড়বেন বিপদে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল