TRENDING:

Train accident death: ভয়ঙ্কর ঘটনা! সেলফি তুলতে ট্রেনের ছাদে পড়ুয়া, তারে হাত লাগতেই মুহূর্তে ঝলসে গেল কিশোর

Last Updated:
Train accident death: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দশম শ্রেণীর এক পড়ুয়ার৷
advertisement
1/6
ভয়ঙ্কর ঘটনা! সেলফি তুলতে ট্রেনের ছাদে পড়ুয়া, তারে হাত লাগতেই মুহূর্তে ঝলসে গেল কিশোর
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দশম শ্রেণীর এক পড়ুয়ার৷ সোমবার কাটোয়া-আমোদপুর শাখায় কান্দরায় দূর্ঘটনাটি ঘটেছে। ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় ইব্রাহিম নামের ওই পড়ুয়া৷
advertisement
2/6
বিকট শব্দ শুনে রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন৷ কাটোয়া রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে৷ জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ওই পড়ুয়া রিলস বানাতে স্টেশনে গিয়েছিল। ইব্রাহিমের এক বন্ধু বলে, আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ওকে ট্রেনের ছাদে উঠতে বারণ করেছিলাম, তা সত্ত্বেও উপরে উঠে সেলফি তুলতে শুরু করে। তখনই ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।
advertisement
3/6
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহন্মদ ইব্রাহিম চৌধুরী ওরফে দিসান৷ সে কেতুগ্রাম স্যার আশুতোষ মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। সূত্রের খবর, সোমবার ইব্রাহিম বাড়ি থেকে গ্রামের দুই বন্ধুর সঙ্গে বের হয়েছিল৷ প্রতীকী ছবি।
advertisement
4/6
এরপর তারা সোজা চলে যায় কান্দরা স্টেশনে৷ কাটোয়া-আমোদপুর লাইনে সারাদিনে এক জোড়া ট্রেন চলাচল করে৷ তাই কার্যত ওই স্টেশন ফাঁকাই থাকে৷ প্রতীকী ছবি।
advertisement
5/6
সেই সময়ে একটি আপ লোকাল ট্রেনের জন্য বেশ কিছু যাত্রীরা অপেক্ষা করছিলেন৷ ৩ নম্বর প্ল্যাটফর্মে চার কামরার একটি রেক বেশ কয়েক মাস ধরে দাঁড়িয়ে ছিল৷ আচমকা ইব্রাহিম ওই ট্রেনের ছাদে ওঠে পড়ে৷ অন্যান্য যাত্রীরা তাকে নিষেধ করলেও সে কথা শোনেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্টেশনের সাফাইকর্মী কল্যাণ মণ্ডল বলেন, “আমরা বারবার ওই পড়ুয়াকে ট্রেনের ছাদে উঠতে বারণ করেছিলাম। আমাদের কথা না শুনে রিলস করতে ছাদে উঠে পড়ে”। প্রতীকী ছবি।
advertisement
6/6
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পড়ুয়া নিজের মোবাইল নিয়ে হাত তুলে পোজ দিচ্ছিল৷ মোবাইল নিয়ে হাত উপরের দিকে তুলতেই ২৫ হাজার ভোল্টের ওভারহেড তার গায়ে লাগে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছাদেই ছিটকে পড়ে। কামরায় ধাক্কা খেয়ে রক্তাক্ত হয়ে যায় সে। তার শরীরে আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা আগুন নেভান। তার কয়েক ঘণ্টা পর রেলপুলিশ দেহ উদ্ধার করে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train accident death: ভয়ঙ্কর ঘটনা! সেলফি তুলতে ট্রেনের ছাদে পড়ুয়া, তারে হাত লাগতেই মুহূর্তে ঝলসে গেল কিশোর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল