Train Accident: সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ল হাইভোল্টেজ তার, ফরাক্কা ব্যারাজে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Train Accident: নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখেই ঘটে গেল বিপত্তি। রবিবার সকালে বন্ধ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেল ওভারহেড ইলেক্ট্রিক তার। ব্যারেজের উপরেই আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
1/5

নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখেই ঘটে গেল বিপত্তি। রবিবার সকালে বন্ধ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেল ওভারহেড ইলেক্ট্রিক তার। ব্যারেজের উপরেই আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
2/5
ওভারহেডের তার ছিঁড়ে সাতসকালে বিপত্তি ঘটে। রবিবার সকালে সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা। ব্যারেজের রেললাইনের উপর ট্রেনটি আটকে থাকার কারণে বাকি ট্রেনগুলোও আটকে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই।
advertisement
3/5
খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন রেল দফতরের কর্মকর্তারা। রয়েছে RPF আধিকারিকরাও। মালদার দিক থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির। সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ আছে ট্রেন চলাচল পরিষেবা।
advertisement
4/5
যদিও ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়ায় মাঝ রাস্তাতেই অর্থাৎ ফরাক্কা ব্যারেজের উপরেই আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি। ফলে ওই লাইনে ট্রেন চলাচলে বন্ধ রয়েছে।
advertisement
5/5
ফরাক্কা আজিমগঞ্জ লাইনে ওই লাইনের প্রতিটি স্টেশনে ভিড়ে থিকথিক করছে। রেলের তরফে ঘোষণা করা হচ্ছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। রবিবার সকালে সবমিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Accident: সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ল হাইভোল্টেজ তার, ফরাক্কা ব্যারাজে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের