TRENDING:

Kite Fair: বসিরহাটে 'রঙিন আকাশের উৎসব'! দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ, ঐতিহ্যবাহী মেলায় সকাল থেকেই ভিড়

Last Updated:
Kite Fair: সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন মানুষ। ঘুড়ির টানে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। সব মিলিয়ে, এই সময়টায় এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
advertisement
1/6
বসিরহাটে 'রঙিন আকাশের উৎসব'! ঐতিহ্যবাহী ঘুড়িমেলায় ছুটে আসে দূরদূরান্তের মানুষ
শীতকাল এলেই বসিরহাটের চাঁপাপুকুর রোডের বনবিবি তলায় জমে ওঠে ঐতিহ্যবাহী ঘুড়িমেলা। এই সময়টায় এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন মানুষ, ঘুড়ির টানে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
2/6
নানা রঙের, নানা আকৃতির ঘুড়ির বাহারে আকাশ যেন হয়ে ওঠে এক রঙিন ক্যানভাস। পাখি, ফুল কিংবা বাহারি নকশায় তৈরি ঘুড়িগুলি বাতাসে উড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আকাশভরা ঘুড়ির সারি দেখতে দাঁড়িয়ে পড়েন পথচারীরাও।
advertisement
3/6
ঘুড়ি ওড়ানোর পাশাপাশি এখানে দেখা যায় প্রতিযোগিতার আমেজও। কে বেশি উঁচুতে ঘুড়ি ওড়াতে পারবে, কার ঘুড়ি বেশি সুন্দর, এই নিয়ে শিশু ও তরুণদের মধ্যে চলে আনন্দঘন প্রতিযোগিতা। উচ্ছ্বাস আর হাততালিতে আরও জমে ওঠে মেলার পরিবেশ।
advertisement
4/6
মেলার আরেকটি বড় আকর্ষণ হল খাবারের দোকান। বনবিবি তলার আশপাশ জুড়ে বসে নানা খাবারের পসরা। গরম গরম জিলিপির মিষ্টি গন্ধে মন ভরে যায় আগত দর্শনার্থীদের। সঙ্গে থাকে চা, চানাচুর সহ নানা মুখরোচক খাবার।
advertisement
5/6
শিশুদের জন্য এই মেলা যেন আলাদা আনন্দের ঠিকানা। রঙিন ঘুড়ি হাতে ছোটদের হাসি, তাঁদের উচ্ছ্বসিত চিৎকার পুরো এলাকাকে আরও প্রাণবন্ত করে তোলে। অভিভাবকরাও পরিবার নিয়ে আনন্দের সঙ্গে এই মেলায় ঘুরে বেড়ান।
advertisement
6/6
সব মিলিয়ে, শীতকালীন এই ঘুড়িমেলা শুধু বিনোদনের নয়, মানুষের সঙ্গে মানুষের মিলনের এক সুন্দর উপলক্ষ। ঘুড়ির রঙে, খাবারের স্বাদে আর হাসি-আড্ডায় বসিরহাটের এই ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরই শীতের দিনগুলোকে করে তোলে আরও রঙিন ও আনন্দমুখর। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kite Fair: বসিরহাটে 'রঙিন আকাশের উৎসব'! দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ, ঐতিহ্যবাহী মেলায় সকাল থেকেই ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল