Traditional Durga Puja 2025: প্রথা মেনে কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই বালিজুড়ির বনেদি পরিবারে শুরু হল শতাব্দীপ্রাচীন দুর্গোৎসব
- Reported by:Sudipta Garain
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Traditional Durga Puja 2025: মহালয়ার আগেই দেবীর বোধনে মাতোয়ারা বালিজুড়ি! শতাব্দী প্রাচীন রায় ও চট্টোপাধ্যায় পরিবারের আদি দুর্গোৎসবে কৃষ্ণপক্ষের নবমীতেই শুরু হল শারদোৎসবের রঙিন আবহ
advertisement
1/5

দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামে শতাব্দী প্রাচীন রীতি মেনে মহালয়ার আগেই শুরু হল দুর্গাপুজো। সোমবার কৃষ্ণপক্ষের নবমীতে দেবীর বোধনের মধ্য দিয়েই রায় ও চট্টোপাধ্যায় পরিবারের বনেদি পুজোয় সূচনা হল শারদোৎসবের।
advertisement
2/5
গ্রামের যমুনা পুষ্করনীতে নবপত্রিকা স্নান ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেবীর আগমন ঘটে। সকালেই দুই পরিবারের সদস্যরা শোভাযাত্রা সহকারে মঙ্গলঘট ভরে দুর্গামন্দিরে নিয়ে আসেন। এর পরেই মায়ের আরাধনা শুরু হয়। সাধারণত সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের জন্য এই পুকুরেই শোভাযাত্রা হয়, তবে বালিজুড়িতে বোধনের দিনেই সেই ছবি দেখা গেল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সমাপ্তি মুখার্জী জানান, “আজ থেকেই আমাদের মায়ের পূজো শুরু হয়ে গেল। বাড়ি বাড়ি নিরামিষ খাওয়া-দাওয়া হবে। ১৫ দিন ধরে মা’কে ভোগ দেওয়া হবে। প্রতিদিন সকালে বোধনের ভোগ, সন্ধ্যায় আরতি সব মিলিয়ে উৎসবের আবহ।”ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
রায় ও চট্টোপাধ্যায় পরিবারের এই প্রাচীন পুজো ঘিরে শুধু পরিবারের সদস্যরাই নন, মেতে ওঠেন গোটা গ্রাম। গ্রামের অন্যান্য বাড়িতেও নিরামিষ খাওয়া ও উৎসবের আমেজে কাটছে দিন। প্রত্যেক পরিবারের সদস্য নিজ নিজ পালা অনুযায়ী পুজোর কাজে যুক্ত থাকেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
মহালয়ার আগেই শুরু হওয়া এই পুজোকে কেন্দ্র করে এখন উৎসবের রঙে রঙিন বালিজুড়ি। আগামী ১৫ দিন ধরে চলবে ভোগ, আরাধনা ও নানা আচার। গ্রামজুড়ে বাজবে ঘণ্টা-শঙ্খ, ভেসে আসবে ধূপের গন্ধ আর ভক্তিমূলক সংগীতের ধারা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2025: প্রথা মেনে কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই বালিজুড়ির বনেদি পরিবারে শুরু হল শতাব্দীপ্রাচীন দুর্গোৎসব