TRENDING:

Assamer Saree: অসমের শাড়ি ভেবে কিনে খুব ঠকছেন, কারণ...

Last Updated:
অসমের শাড়ি কিন্তু তৈরি হচ্ছে কোথায়? জেনে অবাক হবেন!
advertisement
1/6
অসমের শাড়ি ভেবে কিনে খুব ঠকছেন, কারণ...
১) বর্তমানে আবার ধীরে ধীরে হাল ফিরতে শুরু করেছে পূর্বস্থলীর তাঁতিদের। আসামের ঐতিহ্যবাহী মেখলা শাড়ি তৈরি করেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁতিরা।
advertisement
2/6
২) পূর্বস্থলীর শ্রীরামপুরের বাসিন্দা তপন বসাক বলেন, আগে তাদের তাঁতের অবস্থা খুব ভাল ছিল। কিন্তু লকডাউনের পর সুরাট, বাংলাদেশের শাড়ি এবং পাওয়ারলুম এসে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তাঁরা আসামে যোগাযোগ করে সেখানকার ঐতিহ্যবাহী মেখলা শাড়ি তৈরি করে ঘুরে দাঁড়াচ্ছেন।
advertisement
3/6
৩) পূর্বস্থলীর আশপাশের এখন অনেকেই এই শাড়ি তৈরি করছেন। মাঠে কাজ করার থেকে এবং লোকাল তাঁত বোনার থেকে এখন এই তাঁত বুনে একটু হলেও তাঁতিদের লাভ হচ্ছে।
advertisement
4/6
৪) মেখলা বা মেখেলা শাড়ি হল আসামের ঐতিহ্যবাহী একটি পোশাক। এই পোশাক সাধারণত অসমীয়া মহিলারা পরিধান করে থাকেন। এছাড়াও শাড়ির মধ্যে যে নকশা থাকে সেই নকশা বোনা হয়, কখনও ছাপা হয়না।
advertisement
5/6
৫) এছাড়াও এই ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করার বিভিন্ন কায়দা রয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেশ কিছু তাঁতি এখন এই মেখলা শাড়ি প্রস্তুত করেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা বেকার ছিলেন তাদের মধ্যে থেকে আবার অনেকেই নতুন করে কাজ করার সুযোগ পাচ্ছেন।
advertisement
6/6
৬) জানা গিয়েছে পাটের সুতো দিয়ে এই মেখলা শাড়ি তৈরি হচ্ছে এবং যা পাঠানো হচ্ছে আসামে। স্বভাবতই বর্তমানে কাজের সুযোগ পেয়ে অর্থ উপার্জন করছেন অনেকেই। সবশেষে বলাই যায় আসামের মেখলা শাড়ি তৈরি করেই হাল ফিরতে শুরু করেছে পূর্বস্থলীর তাঁতিদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Assamer Saree: অসমের শাড়ি ভেবে কিনে খুব ঠকছেন, কারণ...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল