TRENDING:

দশমীতে একসঙ্গে গ্রামের সকল ঘট বিসর্জন! আর তা দেখতে ভিড় উপচে পড়ছে এই এলাকায়

Last Updated:
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: আজ দশমী ।দেবী উমার বিদায়ের পালা। বৃহস্পতিবার সকালে দশমী পুজো শেষ হতেই মুর্শিদাবাদের রসোড়াতে একসঙ্গে আটটি ঘট ও নবপত্রিকা নিরঞ্জন করা হল।
advertisement
1/5
দশমীতে একসঙ্গে গ্রামের সকল ঘট বিসর্জন! আর তা দেখতে ভিড় উপচে পড়ছে এই এলাকায়
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: আজ দশমী ।দেবী উমার বিদায়ের পালা। বৃহস্পতিবার সকালে দশমী পুজো শেষ হতেই মুর্শিদাবাদের রসোড়াতে একসঙ্গে আটটি ঘট ও নবপত্রিকা নিরঞ্জন করা হল।
advertisement
2/5
বৃহস্পতিবার সকালে এই নবপত্রিকা ও ঘট নিরঞ্জন দেখতে ভিড় জমান বহু পর্যটকরা। তার কারণ, প্রাচীন রীতি মেনেই স্থানীয় রসোড়া এলাকায় দ' নামক একটি নদীতে এই ঘট নিরঞ্জন করা হয়। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
3/5
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আমাদের ছোট্ট একটি গ্রাম রসোড়া। শহর লাগোয়া হলেও এই বিজয়া দশমীর দিনেই সমস্ত মানুষ একত্রিত হয়ে গ্রামের আটটি দুর্গাপুজোর ঘট নিরঞ্জন করা হয়। যার শোভাযাত্রা দেখতে ভিড় করেছিলেন অগণিত ভক্ত ও পর্যটকরা। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
4/5
থিমের ভিড় থেকে হারিয়ে গ্রামীণ এলাকায় পুজো এক অন্য মাত্রা দেয়। তাই এই গ্রামের আটটি দুর্গাপুজো হয়। বিভিন্ন মানুষ এই চারদিন পুজোর আনন্দে মেতে ওঠেন। আমরাও দশমীর দিনে মেতে উঠি আট থেকে আশি সকলেই। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সূচি মেনেই সম্পন্ন হয় দশমীর পুজো। এরপরেই চলে সাত দেখানোর পর্ব এবং তারপরে ঘট ও কলা বৌ অর্থাৎ নবপত্রিকা নিরঞ্জন পর্ব করা হয়। বনাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই চলে এই পর্ব। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দশমীতে একসঙ্গে গ্রামের সকল ঘট বিসর্জন! আর তা দেখতে ভিড় উপচে পড়ছে এই এলাকায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল