খারাপ আবহাওয়া, সমুদ্র উত্তাল বকখালিতে জলে ডুবে গেল পর্যটক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই দুর্ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
1/4

#বকখালি: প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্রে তলিয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত ৩৫ বছরের বাপ্পা ঘোষ উত্তর ২৪ পরগনার বারাসতের হৃদয়পুরের বাসিন্দা। Photo -Representative
advertisement
2/4
গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ভাটার সময় সমুদ্রে তলিয়ে যায়। শুরু হয় তল্লাশি। গভীর রাতে সমুদ্রতটে মেলে দেহটি। আজ কাকদ্বীপ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। Photo- File
advertisement
3/4
তবে এই দুর্ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারিভাবে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি ছিল। তারপরেও কি করে পর্যটকদের দল সমুদ্রে নামল তা নিয়ে প্রশ্ন উঠেছে। Photo -Representative
advertisement
4/4
টানা তিন দিনের ছুটিতে বকখালি, ফ্রেজারগঞ্জ পর্যটকদের ভিড়। Photo- File Input- Biswajit Halder