TRENDING:

ভরা বর্ষায় দক্ষিণরায়ের দেখা! পর্যটকদের ক্যামেরার সামনে 'রয়্যাল পোজ'! ছবিতে দেখুন সেই মুহূর্ত

Last Updated:
Royal Bengal Tiger in Sundarbans: বর্ষাকালে চট করে বাঘের দেখা পাওয়া যায় না, তবে এবার দেখা গেল অন্য ছবি
advertisement
1/5
ভরা বর্ষায় দক্ষিণরায়ের দেখা! ক্যামেরার সামনে 'রয়্যাল পোজ'! ছবিতে দেখুন সেই মুহূর্ত
<strong>দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ</strong> পর্যটকরা মূলত বাঘ দর্শনের জন্য সুন্দরবন বেড়াতে আসেন। এখানে এসে বহু সময় তাঁরা হতাশ হয়ে ফিরে যান। অনেক পর্যটকের ভাগ্যে বাঘের দর্শন মেলে না। কিন্তু কথায় আছে, সাপের লেখা আর বাঘের দেখা!
advertisement
2/5
মূলত বর্ষাকালে বাঘ দর্শন খুবই দুর্লভ। কারণ সুস্বাদু জল খাওয়ার জন্য গ্রীষ্মকালে বন দফতরের কাঁটা পুকুরে 'বাঘ মামা' জল খেতে আসে। তবে এখন বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টি চলছে। জঙ্গলের মধ্যে বৃষ্টির মিষ্টি জল এই মুহুর্তে দেদার পাওয়া যায়। (তথ্য ও ছবিঃ সুমন সাহা)
advertisement
3/5
ফলে বাঘের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়ে না। এদিকে এর ফলে এই মুহূর্তে বাঘের দর্শন মেলা ভার। তবে এবার দেখা গেল অন্য ছবি! বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই পর্যটকদের ক্যামেরাবন্দি হওয়ার জন্য যেন দীর্ঘ সময় ধরে দক্ষিণরায় অপেক্ষায় ছিল। (তথ্য ও ছবিঃ সুমন সাহা)
advertisement
4/5
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর পোজও দিয়ে গেল পর্যটকদের। কলকাতা থেকে ২৫ জনের পর্যটক দল কুলতলিতে আসেন শেখ রুবির ব্যবস্থাপনায়। (তথ্য ও ছবিঃ সুমন সাহা)
advertisement
5/5
কুলতলির কৈখালী থেকে ওই পর্যটকদের দল বন দফতরের গাইড সমীরণ সরদার ও হরিপদ সরদারের নৌকায় করে ঝড় খালি থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের দোবাঁকি এলাকায় যায়। (তথ্য ও ছবিঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভরা বর্ষায় দক্ষিণরায়ের দেখা! পর্যটকদের ক্যামেরার সামনে 'রয়্যাল পোজ'! ছবিতে দেখুন সেই মুহূর্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল