TRENDING:

Winter Tour| West Bengal News|| জাঁকিয়ে শীত পড়তেই দার্জিলিং-সুন্দরবনে পর্যটকদের ঢল, করোনা খরা কাটার আশায় ব্যবসায়ীরা

Last Updated:
Tourist spots are full with tourists in december 2021: জাঁকিয়ে শীত পড়তেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। উত্তরের দার্জিলিং, কার্শিয়ং, ডুয়ার্স থেকে দক্ষিণের সুন্দরবন, দিঘা, তাজপুর, মন্দারমনিতে বড় দিনের আগে পর্যটকদের ঢল।
advertisement
1/8
শীত পড়তেই দার্জিলিং-সুন্দরবনে পর্যটকদের ঢল, করোনা খরা কাটার আশায় ব্যবসায়ীরা
*জাঁকিয়ে শীত পড়তেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। উত্তরের দার্জিলিং, কার্শিয়ং, ডুয়ার্স থেকে দক্ষিণের সুন্দরবন, দিঘা, তাজপুর, মন্দারমনিতে বড় দিনের আগে পর্যটকদের ঢল। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন রাজ্যের একাধিক পর্যটনস্থান বন্ধ ছিল। বন্ধ ছিল সুন্দরবন। কিন্তু ১ অক্টোবর থেকে সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকদের অনুমতি দিয়েছে বন দফতর। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*সুন্দরবনের সজনেখালি, নেতিধোপানী, হরিখালি-সহ অন্যান্য পর্যটনস্থলগুলি খুলে দেওয়া হলেও এখনও পর্যন্ত বন্ধ সুধন্যখালি ও ঝড়খালি। তবে নদীবক্ষে ঘুরে ঘুরে সুন্দরবনের জল, জঙ্গল আর বন্যপ্রাণ দর্শনের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আর এখন নেই। তাই করোনার ভয়কে দূরে সরিয়ে, শীতের মিঠে রোদ গায়ে মেখে সুন্দরবনের প্রাকৃতিক শোভা উপভোগ করতে দূর দুরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রতিটি ট্যুরের আগে ও পরে লঞ্চ, ভুটভুটিগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে। পর্যটকদের মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*এ দিকে, বড়দিনের আগে পাহাড়েরও নেমেছে পর্যটকের ঢল। দার্জিলিং। কার্শিয়ং, কালিংপংয়ের পাশাপাশি পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে একাধিক 'অফবিট' জায়গাতেও। দার্জিলিংয়ের সিটং, লেপচাজগত, দাওয়াইপানি, অহলদাড়া, তাবাকোশি, বিজনবাড়ি, শিবখোলার মতো জায়গায় সমস্ত হোমস্টে বুক হয়ে গিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*কালিংপং এবং কার্শিয়ংয়ের  ঝান্ডি, লাভা, রিশপ, কাফেরগাঁ, ইচ্ছেগাঁ , রামধুরা, চারখোলের মতো জায়গাতেও তিল ধারণের জায়গা নেই ডিসেম্বরেই। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, মায়াপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে পর্যটকের সংখ্যা নজর কেড়েছে। আর দিঘা, মন্দারমনি, তাজপুরে তো সারাবছরই ভিড় থাকে, সেই ভিড় আরও খানিকটা বেড়েছে। কলকাতার দর্শনীয় জায়গাগুলিতেও সপ্তাহান্তে নজরকাড়া ভিড়। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*সব মিলিয়ে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা দু'বছরের করোনার খরা কাটিয়ে এ বারে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধতে শুরু করেছেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Tour| West Bengal News|| জাঁকিয়ে শীত পড়তেই দার্জিলিং-সুন্দরবনে পর্যটকদের ঢল, করোনা খরা কাটার আশায় ব্যবসায়ীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল