Tourist Place: মন্দিরের নকশা মনকে আরও মুগ্ধ করে তুলবে! এই মন্দিরে গেলে মন ভাল হয়ে যাবে আপনার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Tourist Spot: রয়েছে জগন্নাথ ছাড়াও একাধিক মন্দির। তাই এক যোগে দর্শন পাবেন মা লক্ষী, মহাদেব, শঙ্কর বাবা থেকে শুরু করে আরও অনেক দেব দেবীর।
advertisement
1/6

বানপুর শহর ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। বার্নপুর শহরটি অনেক পুরনো। ব্রিটিশ সময় কাল থেকে এখানে রয়েছে ইস্পাত কারখানা। তাই এখানে বহু বাইরের মানুষের আগমন ঘটে। কেউ এসেছেন নেপাল থেকে কেউ এসেছেন অন্যান্য রাজ্য থেকে। তাই এখানে অনেক মন্দিরের দর্শন পাওয়া যায়। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
2/6
এখানে শুধু জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির নয় পাবেন আরও একাধিক মন্দির। যেমন জগন্নাথ, মা লক্ষী, মহাদেব, শঙ্কর বাবা, মা বিমলা সঙ্গে সিদ্ধিদাতা গনেশ মন্দির রয়েছে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
3/6
মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন বিভিন্ন মন্দির যে গুলোর নকশা অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরের মতো। যে গুলো দেখে আপনার মন ভরে যাবে। মন্দিরের পুরোহিত রানাদেবী প্রসাদ পারি বলেন" প্রায় ৪০ বছরের বেশি পুরনো মন্দির। প্রত্যেকদিন জেলার বাইরে থেকেও অনেকে আসেন। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
4/6
তাই আপনার কর্মব্যস্তময় জীবনে একটু নিরিবিলি পরিবেশে মনকে শান্ত করতে পরিবার-পরিজন হোক বা বন্ধু-বান্ধবদের সঙ্গে আসতে পারেন এই মন্দিরে এবং ভক্তি ভরে দিতে পারবেন পুজো। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
5/6
বার্নপুর শহরে অনেকে এসেছেন কর্মসূত্রে আবার কেউ আসেন ঘুরতে। তাই এই মন্দিরে প্রায় বছরের প্রত্যেক দিনই ভিড় জমতে থাকে। পুজো দিতে আশা দিব্যাসুন্দর দাস বলেন উনার ওড়িশা বাড়ি তিনি বর্তমানে বার্নপুরে সেইলে চাকরি করেন তিনি জানান" প্রত্যেক দিনই আশা হয়, ভিড় হয় বেশ। রথ যাত্রায় বেশি ভিড় হয়। পুজো দেওয়ার জন্য রথে লম্বা লাইন পরে মন্দিরে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
6/6
তাহলে কি করে যাবেন এই মন্দির? প্রথমে আপনাকে আসানসোল থেকে বাস ধরে যেতে হবে বার্নপুর। এর পরে বার্নপুর বাস স্ট্যান্ড থেকে টোটোতে করে নামতে হবে গুরুদুয়ারা মোড়ে, সেখান থেকে হাঁটা পথেই পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। যেখানে গেলে আপনার প্রকৃতির মনোরম পরিবেশ ও মন্দিরের সৌন্দর্যে মন ভরে উঠবে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tourist Place: মন্দিরের নকশা মনকে আরও মুগ্ধ করে তুলবে! এই মন্দিরে গেলে মন ভাল হয়ে যাবে আপনার