Travel: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Tourist Spot Near Kolkata: ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বেনাপোল চর। কলকাতার খুব কাছেই হাওড়ার এই নির্জন নদীর চরে বেড়াতে আসছেন প্রচুর মানুষ।
advertisement
1/6

ভ্রমণ পিপাসুদের দারুন আকর্ষণে বেনাপোল চর! একদিন ও একবেলার ঘোড়ার আদর্শ হাওড়ার বেনাপুর।
advertisement
2/6
ব্যস্ত জীবনে কয়েকঘন্টার অবসরে ঘুরতে যেতে সবার আগে খুব কাছের একটা স্থানের খোঁজ করেন। সেই দিক থেকে হাওড়া শহর ও কলকাতার মানুষের খুব প্রিয় এই চর। সেরকমই এক ডেস্টিনেশন হাওড়া জেলার বাগনানের বেনাপুর চর।
advertisement
3/6
রূপনারায়ণের তীরে অবস্থিত বেনাপুরের সবুজ ঘাসের সুবিস্তীর্ণ চর যে-কারর মনকে জয় করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
4/6
কার্পেটের মত সবুজ ঘাসে ঢাকা ভূমি। তার মাঝে মাঝে সারমেলে দাঁড়িয়ে রয়েছে ঝিরঝিরে পাতার বাবলা গাছ। প্রকৃতির অমলিন সৌন্দর্য মিলবে এখানে।
advertisement
5/6
রোদ ঝলমল আকাশ চিকচিক করছে রূপনারায়ণ নদীর জল। তার কোলে এই সবুজে ঢাকা চরে মন খুলে শ্বাস নেবার স্থান।
advertisement
6/6
রূপনারায়ণের পূর্ব তীরে হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রাম। নদীর তীরে জেগে ওঠা ভূমি এখন পর্যটকদের ভীষণ পছন্দের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Travel: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?