TRENDING:

Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনির মধ্যেই মান্দারমনিতে বিপদ, সমুদ্রে তলিয়ে মৃত্যু ২ পর্যটকের

Last Updated:
নিষেধাজ্ঞা থাকার পরও বিকেল নাগাদ সমুদ্র স্নানে যান তাঁরা৷ তখনই ঘটে বিপদ।
advertisement
1/5
ঘূর্ণিঝড় অশনির মধ্যেই মান্দারমনিতে বিপদ, সমুদ্রে তলিয়ে মৃত্যু ২ পর্যটকের
•অশনির পূর্বাভাসের জেরে তৎপর প্রশাসন৷ উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে৷ মৎসজীবীদের যেমন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তেমনই পর্যটকদের জন্যও রয়েছে নিষেধাজ্ঞা৷ তারপরও মন্দারমনিতে ঘটে গেল বিপদ৷ মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে মৃত্যু হল দুই পর্যটকের!
advertisement
2/5
•দুই পর্যটকই এসেছিলেন কলকাতা থেকে৷ তাঁদের নাম সৃষ্টি গুপ্তা (বয়স ২২ বছর) ও সরিন সরফরাজ (বয়স ২৩ বছর) বাড়ি পার্কসার্কাস এলাকায়। রবিবার বিকেল নাগাদ সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যান দুজনের৷ তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ৷
advertisement
3/5
•কলকাতা থেকে দলবেঁধে ৬-৭জন বন্ধু মিলে রবিবার দুপুরেই মান্দারমনি আসেন। মান্দারমনির এক হোটেলে ওঠেন তাঁরা। নিষেধাজ্ঞা থাকার পরও বিকেল নাগাদ সমুদ্র স্নানে যান তাঁরা৷ তখনই ঘটে বিপদ। খোঁজাখুঁজি পর দু’জনের দেহ উদ্ধার হয়েছে।
advertisement
4/5
•সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ সমুদ্রতটে নিষিদ্ধ থাকার পরও কীভাবে এরা সমুদ্র স্নানে নামেন, সেই প্রশ্ন উঠছে। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এখন অবস্থান করছে এটি। শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই মঙ্গলবার পর্যন্ত অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে থাকবে অশনি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
5/5
•আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি। আগের অবস্থান থেকে প্রায় ৫০ কিমি এগিয়ে এসেছে সেটি।এর প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনির মধ্যেই মান্দারমনিতে বিপদ, সমুদ্রে তলিয়ে মৃত্যু ২ পর্যটকের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল